ভিয়ারিয়ালের জালে হালি, শীর্ষে রিয়াল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:০৯ এএম | ১৮ ডিসেম্বর, ২০২৩

 

আগের ম্যাচ রিয়াল বেতিসের মাঠে হোঁচট স্প্যানিশ লা লিয়ায় থেমেছিল রিয়াল মাদ্রিদের জয়রথ। এতে শীর্ষস্থানও হারিয়েছিল দলটি। তবে তা পুনরুদ্ধার করলো পরের ম্যাচেই। ভিয়ালিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে আপাতত শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির দল। 

রোববার ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে রিয়াল। ২৫তম মিনিটেই এলো গোলের সূচনা। লুকা মদ্রিচের বাড়িয়ে দেওয়া বলকে জালের ঠিকানায় পাঠান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এতে লা লিগায় ১৫ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ালো ১৩। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল তার ঝুলিতেই। 

৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করলেন রদ্রিগো। লুকাস ভাসকেসের পাস থেকে কোনাকুনি শটে জালের দেখা পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

দ্বিতীয়ার্ধেও দুটি গোলের দেখা পায় রিয়াল। ৬৪তম মিনিটে তৃতীয় গোলটি করেন ব্রাহিম দিয়াস। তার মিনিট তিনেক পর আরও একটি গোল করেন লুকা মদ্রিচ।

ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন হোসে লুইস মোরালেস, ৫৪তম মিনিটে। 

এই জয়ে ১৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৪১। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :