মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

 

স্বাধীনতার কাপের আগের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। সেই ধারা ধরে রাখল এই আসরেও। সেমিতে আবাহনীকে হালি গোলে উড়িয়ে ফাইনালে উঠে তারা। ফাইনালে প্রথমার্ধ থাকে গোলশূন্য। সেখানে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। তবে পরের মিনিটেই ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। এবং শেষ দিকে আগের দুই আসরের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজের গোলের শিরোপা জয়ের উৎসবে মাতে কিংসরা। মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রাকিব-তারেকরা।

সমতায় থাকা ম্যাচে দু’দলই এগিয়ে যেতে লড়ছিল পাল্লা দিয়ে। তবে শেষ হাসিটা হেসেছে ১০ জনের বসুন্ধরায়। ম্যাচের ৮৬ মিনিটে ডরিয়েলটনের গোলে লিড নেই বসুন্ধরা। শেষ পর্যন্ত সেই গোলটিই হয়ে উঠে শিরোপা জয়ী গোল। ২-১ ব্যবধানে জিতে স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলে বসুন্ধরা কিংস।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণ চালিয়েছে বসুন্ধরা। তবে পাল্টা আক্রমণে গিয়ে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরাতে ছাড়েনি মোহামেডানও। তবে কখনো নিজেদের ফিনিশিংয়ের দুর্বলতা কখনো বা প্রতিপক্ষের রক্ষণের শক্ত জবাব; জালের দেখাটা ঠিক পাওয়া হচ্ছিল না মোহামেডানের। বসুন্ধরারও হেঁটেছে একই পথে। একাধিকবার আক্রমণে গিয়েও প্রথমার্ধে জালের দেখা পায়নি দলটি।

গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভুল করে বসুন্ধরা। ম্যাচের ৪৮ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসুন্ধরার ফুটবলার রফিকুল ইসলামকে। ১০ জনের দল নিয়ে ম্যাচে জয়টা তখন অনেকটাই দুরূহ হয়ে যায় বসুন্ধরার জন্য। এমন শঙ্কা আরও ঘনীভূত হয় ম্যাচের ৫১ মিনিটে সানডে এমানুয়েল দারুণ এক হেডে বল বসুন্ধরার জালে জড়ালে। তবে ম্যাচে ফিরতে একদমই সময় নেইনি বসুন্ধরা। পাল্টা আক্রমণে এসেই ম্যাচে সমতা টানে দলটি। দলকে পথ দেখান রাকিব।

এরপর এগিয়ে যাওয়ার পালা। দশ জনের দলের সুবিধা কাজে লাগিয়ে বারবার আক্রমণে উঠছিল মোহামেডান। তাদের আটকে রাখার কাজটা অবশ্য বেশ দক্ষতার সঙ্গেই করেছে বসুন্ধরার রক্ষণভাগ। আর সুযোগ বুঝে ম্যাচের শেষ দিকে গোল দিয়ে জয়টাও তুলে নিয়েছে বসুন্ধরা। যে জয়ে এসেছে নিজেদের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা কাপ ট্রফি।

 

 

সম্পর্কিত খবর