‘পাওয়ারপ্লেতে তিন উইকেট না হারালে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো’
ব্যাট হাতে আজ নিজের সেরা ইনিংসটাই খেললেন সৌম্য সরকার। নিজের সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১৮ সালে। এরপরই শুরু হয় ব্যাটিং খরা। একের পর এক সুযোগ পেয়েও লাগাতে পারেননি কাজে। এখন তার দলে থাকা নিয়েই ওঠে প্রশ্ন। চলমান এই কিউই সিরিজে ফের তাকে সুযোগ দেয় বোর্ড। যেখানে প্রথম ম্যাচে ফের ব্যর্থ সৌম্য।
তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে যা করে দেখালেন, তা প্রশংসারই যোগ্য। ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কার মারে করেন ক্যারিয়ার সেরা ১৬৯ রান। শচীন টেন্ডুলকারের রেকর্ডসহ ভেঙেছেন সতীর্থদের একাদিক রেকর্ডও। তবে দিনটি পরিপূর্ণ হলো তার জন্য। বাংলাদেশ হারলো বড় ব্যবধানে। তবে সৌম্য পেয়েছেন তার দুর্দান্ত ইনিংসের পুরস্কার, ম্যাচ সেরার।
সৌম্য এক প্রান্তে উইকেট আগলে রাখলেও অপর প্রান্তে ব্যাট হাতে চলেছে হতশ্রী পারফর্ম। বিশেষ করে শুরুর ১০ ওভারে। সেখানেই বাংলাদেশ হারায় তিন উইকেট। তবে সেখানে যদি উইকেট বাঁচিয়ে আরেকটু সাবধানের সঙ্গে খেললে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতো। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে অফিশিয়াল সম্প্রচারে বক্তব্যকালে এমনটাই জানান সৌম্য।
সৌম্য বলেন, ‘সেঞ্চুরি পাওয়ায় আমি খুশি। তবে ম্যাচ হারায় খারাপ লাগছে। যদি জিততে পারতাম, তখন এটি আরও স্পেশাল হতো। পাওয়ারপ্লেতে তিন উইকেট না হারালে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। মাঝে আমরা দুটি পার্টনারশিপ পেয়েছি, তবে গুরুত্বপূর্ণ সময়ে সেই উইকেটগুলোও হারিয়েছি। সেসব না হলে আমরা ভালো সংগ্রহ পেতাম।’
নিজের পারফর্ম নিয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অনেকদিন পর দলে ফিরেছি। খুব বেশি একটা ভাবিনি, শুরু বল দেখেছি এবং নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি।’