ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যান সিটি
শুরুতে কিছুটা বেগ পেতে হলেও পরবর্তীতে বেশ সহজেই উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মঙ্গলবার রাতে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দু’দল।
চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি আর্লিং হলান্ড। তবে তার অভাব বুঝতে দেননি কোভাচিচ ও সিলভা। শুরুই থেকেই আগ্রাসী খেলা দেখাতে থাকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না তারা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভুল করে বসেন উরাওয়ার ডিফেন্ডার হেইব্রটেন। নিজেদের জালেই বল ঠেলে দেন এই নরওয়েয়িয়ান। এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে আর আটকানো সম্ভব হয়নি ইংলিশ জায়ান্টদের। ১০ মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল আদায় করে সিটি। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এই মাঠেই আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি।