২০২৪ কোপায় খেলছেন না নেইমার

২০২৪ কোপায় খেলছেন না নেইমার

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষের এসিএলের চোটে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। এরপর থেকেই শঙ্কায় ছিল আসন্ন কোপা আমেরিকা আসরে তার খেলা, অবশেষে নিশ্চিত হওয়া গেল যে আগামী বছরের কোপায় ব্রাজিলের হয়ে মাঠে দেখা যাবে না নেইমারকে।

আগামী মৌসুমের শুরুতে তিনি চোট সারিয়ে মাঠে নামতে পারবেন বলে আশা করা হচ্ছিল। যেহেতু কোপা আমেরিকা মাঠে গড়ানোর এখনো প্রায় ছয় মাস বাকি, তাই ধারণা করা হচ্ছিল হয়তো খেলতে নামবেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হলো না সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের।

ব্রাজিলের এফএম রেডিও স্টেশন রেদ ৯৮ এর সঙ্গে আলাপচারিতায় বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তিনি বলেন, “আমাদের হাতে বেশিদিন সময় নেই (কোপা আমেরিকার জন‍্য)। এটা বেশ তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য। পুনর্বাসনের ধাপগুলো এড়িয়ে যাওয়া এবং অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, আগস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে (নেইমার)।“

তিনি আরও বলেছেন, “আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। এই সময়টাকে গুরুত্ব দিতেই হবে। যদি আমরা পুনর্বাসনের ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।”

৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা তার দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটির মালিক, ১২৯ ম্যাচে ৭৯টি গোল তার। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে খেলছেন, যদিও নতুন ক্লাবের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন তিনি।

২০২৪ সালের ২০ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকার জমকালো আসর। সেখানে ব্রাজিল দল যে নেইমারের অনুপস্থিতি বেশ ভালোই অনুভব করবে সেটি এখনই বলা যায়।

সম্পর্কিত খবর