কোর্তোয়ার ইউরো জয়ের স্বপ্ন শেষ চোটে

কোর্তোয়ার ইউরো জয়ের স্বপ্ন শেষ চোটে

সময়ের অন্যতম সেরা গোলরক্ষকের একজন হিসেবে বিবেচনা করা হয় থিবু কোর্তোয়াকে। তাকে ঘিরেই আসছে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম ট্রফি জয়ের স্বপ্ন দেখছিল বেলজিয়াম সমর্থকরা। তবে সেই স্বপ্নের লড়াইয়ে মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেতে হলো দলটির সমর্থকদের। টুর্নামেন্ট শুরুর প্রায় ৬ মাস আগেই দলটির তারকা ফুটবলার জানিয়ে দিলেন চোটের কারণে ইউরো খেলা হচ্ছে না তার।

গত মৌসুমেও চোটে ভুগেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। তাকে ছাড়াই বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে রিয়ালকে। তবে ভাবা হচ্ছিল চোট সেরে নতুন মৌসুমের শুরু থেকেই তাকে পাবে রিয়াল। তবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি সেটিও। দ্বিতীয় দফায় চোটে পড়েন এই তারকা গোলরক্ষক। সেই চোট এতটাই ভয়াবহ যে আজও মাঠে ফেরা হয়নি কোর্তোয়ার।

গত আগস্টে পাওয়া সেই চোটে লিগামেন্ট ছিঁড়ে যায় তার। করাতে হয়েছে অস্ত্রোপচার। তবে তাতে খুব বেশি যে লাভ হয়েছে তাও নয়। ধারনা করা হচ্ছে আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর পরিস্থিতি বুঝে মাঠে ফিরতে পারবেন তিনি। সেটি হলে জুনে মাঠে গড়াতে যাওয়া ইউরোতে ভালোভাবেই খেলার কথা ছিল তার।

তবে যাকে নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকরা। তিনি অবশ্য নিজেকে নিয়ে সে স্বপ্ন দেখতে পারছেন না। চোটের ভয়াবহতা বুঝে আগেই জানিয়ে দিয়েছেন ইউরোতে বেলজিয়ামের হয়ে মাঠে নামা হচ্ছে না তার। চোট নিয়ে হতাশ কোর্তোয়া বলেন, ‘চোটের কারণে ইউরোতে খেলতে পারব না আমি। কেননা, সেটি করতে হলে আমাকে শতভাগ সেরে উঠতে হবে। আর যার কোনো নির্দিষ্ট তারিখ নেই। আমি ভাগ্যবান হলে হয়তো ইউরোতে খেলতে পারব। তবে আমি কখনোই শতভাগ ফিট না হয়ে ইউরোর মতো বড় টুর্নামেন্টে মাঠে নামব না।’

বেলজিয়ামের অন্য সব ফুটবলারের মতো দলকে ইউরো জেতানোর স্বপ্ন দেখেছিলেন কোর্তোয়াও। আর তার চোটের কারণে যে সেই স্বপ্নে ধাক্কা লেগেছে; কোর্তোয় শিকার করছেন সেটিও। তবে নিজে খেলতে না পারলেও মনে প্রাণে চান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হোক তার দল। কোর্তোয়া বলেন, ‘আমি খেলতে চাই। তবে ৮০ শতাংশ ফিট হয়ে মাঠে নামব না। দেশের হয়ে খেলার সম্মানকে এক পাশে রেখে দলকে সমর্থন দিব। আশা করি আমরা শিরোপা জিততে পারব।’

সম্পর্কিত খবর