মেসিদের ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু এমএলএসের
২০২৩ সালটা ভালোই কেটেছে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির। জাতীয় দলের হয়ে আলো ছড়িয়েছেন, ক্লাব ফুটবলেও ইন্টার মায়ামির হয়ে শিরোপা জিতেছেন। যদিও ইঞ্জুরির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে।
মেসিবিহীন ইন্টার মায়ামি মেজর লিগ সকারের প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে সেটিকে ভুলে এখন মেসি মনোযোগ দিতে চলেছেন ২০২৪ এর নতুন মৌসুমের দিকে।
আসন্ন ২০২৪ সালের জন্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী, লিওনেল মেসির ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই এবার পর্দা উঠবে নতুন মৌসুমের।
সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ সালের এমএলএস মৌসুম। বাংলাদেশ সময় ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টায় মাঠে গড়াবে এই ম্যাচ। চারদিন পর ২৬ তারিখ মৌসুমের প্রথম বড় ম্যাচ ইন্টার মায়ামির, যেটি এলএ গ্যালাক্সির বিপক্ষে।
প্রায় ২০ বছর ইউরোপ দাপিয়ে গতবছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম এই ফুটবলার। প্রথম মৌসুমেই লিগস কাপের শিরোপা জিতেছেন দলকে।
তবে এবার লিগটাকেই নিশ্চিতভাবে ফোকাস করতে চাইবেন মেসি। কারণ গত মৌসুমে ৩৪ ম্যাচে মাত্র ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে দ্বিতীয় হয়েছে ইন্টার মায়ামি।