অস্ট্রেলিয়ার হাতেই বিশ্বকাপ দেখছেন গিলক্রিস্ট

বিশ্বকাপ ক্রিকেট
অস্ট্রেলিয়ার হাতেই বিশ্বকাপ দেখছেন গিলক্রিস্ট

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক তারকা ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ, নামকরা ক্রীড়া সাংবাদিকসহ অনেকেই মেতে উঠছেন নানান প্রেডিকশনে। সেই দৌড়ে পিছিয়ে নেই সবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও। তার মতে এবারের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া। তার সাবেক দল উঁচিয়ে ধরবে নিজেদের ষষ্ঠ শিরোপা।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। দীর্ঘ দেড় মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। ১৯ নভেম্বরের সেই ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন গিলক্রিস্ট। তার মতে, সেদিন স্বাগতিক ভারতকে হারিয়েই শিরোপা জিতবে অজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স – এ এক পোস্টে গিলক্রিস্ট লিখেন, “পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের প্রারম্ভকালে, প্রতিটি দলের জন্য শুভকামনা। প্রিয় সেই স্মৃতি। আমার জন্য ফাইনালে অস্ট্রেলিয়া যেন ভারতকে হারায়। আপনার মন্তব্যকে স্বাগত জানাই।”

তার সময়ে বিশ্বের অন্যতম সেরা একজন উইকেটরক্ষক ব্যাটার ছিলেন গিলক্রিস্ট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ১৫ বছর আগে। খেলেছেন ওয়ানডে বিশ্বকাপের তিন (১৯৯৯, ২০০৩ ও ২০০৭) আসরে, যার প্রত্যেকটিতেই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেখানে ৩১ ম্যাচে ৩৬ দশমিক ১৬ গড়ে করেন ১ হাজার ৮৫ রান।

২০০৭ আসরের ফাইনালে নিজের শেষ বিশ্বকাপে ম্যাচে ১০৪ বলে ১৪৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়ে তার দলে জিতেছিল টুর্নামেন্টের চতুর্থ শিরোপা।

সম্পর্কিত খবর