ঘুষিকাণ্ডের সেই কোজাকে ক্ষমা করবেন না রেফারি মেলের 

ঘুষিকাণ্ডের সেই কোজাকে ক্ষমা করবেন না রেফারি মেলের 

তুর্কি লিগে ঘুষিকাণ্ড। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ খানিকটাই। তবে এতদিন মুখ খুলেন সেই ভুক্তভোগী রেফারি হালিল উমুত মেলের। ঘটনা দশ দিন পর জানালেন সেই ঘটনা নিয়ে নিজের অভিব্যক্তি। এমন কাজের জন্য আঙ্কারাগুচু ক্লাবের সভাপতি ফারুক কোজাকে কখনো ক্ষমা করবেন না বলে জানান এই তুর্কি রেফারি। 

গত ১১ ডিসেম্বর তুর্কি লিগে রিজেসপোরের বিপক্ষে আঙ্কারাগুচুর ম্যাচ শেষে মাঠে ঢুকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটান কোজা। ঘুষি মেরে বসেন মেলেরকে এমনকি মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে লাথিও মারেন। তারই জের ধরের পরের দিন কোজাকে গ্রেফতার করে পুলিশ। 

দিন দুই বাদে আসে বড় সিদ্ধান্ত। গত ১৫ ডিসেম্বর ফুটবল থেকে কোজাকে আজীবন নিষিদ্ধ করে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। এমনকি তাকে জরিমানা গুনতে হবে ২০ লাখ লিরা, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টাকা। 

তুর্কি দৈনিক সংবাদ হুরিয়েতকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলের বলেন, ‘না, আমি তাকে (কোজা) ক্ষমা করিনি, ক্ষমা করবোও না।’

‘যে ব্যক্তি এটি করেছে, আমাকে ঘুষি মেরেছে। আমি মাটিতে লুটিয়ে পড়ার পরও আমাকে লাথি মেরেছে,তা আমি কখনোই ভুলবো না।’ 

সম্পর্কিত খবর