১০ দলের লিগ শুরু কাল থেকে
এই ২০২১ সালেও বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলত ১৩ দল। তবে এরপর থেকেই প্রতি মৌসুমে নানা কারণে একটা একটা করে দল কমেই চলেছে। চলতি মৌসুমে দলের সংখ্যা এসে ঠেকেছে ১০ এ। দশ দলের লিগ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে।
লিগের প্রথমপর্বের সূচি সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে দলগুলো জানতে পারে লিগের প্রথম পর্বে নিজেদের প্রতিপক্ষ হবে কারা কারা।
আগামীকাল শুক্রবার লিগের প্রথম ম্যাচে আবাহনী মুখোমুখি হবে রহমতগঞ্জের। পুলিশ এফসি খেলবে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। স্বাধীনতা কাপের ফাইনালিস্ট মোহামেডান খেলবে ফরটিসের বিপক্ষে। বসুন্ধরা কিংস নিজেদের মাঠ কিংস অ্যারেনায় আতিথ্য দেবে নবাগত ব্রাদার্স ইউনিয়নকে, পরের দিন একই মাঠে শেখ রাসেল খেলবে শেখ জামালের বিরুদ্ধে।
১০ দলের এই লিগে প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। দুই লেগ মিলিয়ে এবারের লিগে খেলা হবে মোট ৯০ ম্যাচ। ২৪ ফেব্রুয়ারি শেষ হবে প্রথম লেগ। এরপর মধ্যবর্তী দলবদল চলবে ২৩ মার্চ পর্যন্ত। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে আগামী ২১ ও ২৬ মার্চ। তা শেষে আগামি ২৯ মার্চ লিগের দ্বিতীয় লেগ শুরু হবে।
এবার লিগের সূচি করতে গিয়ে বাফুফে ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। সফটওয়্যারের মাধ্যমে দৈবক্রমে সূচি করা হয়েছে। যে কারণে লিগের বড় দুই দল ঢাকা আবাহনী ও কিংস মুখোমুখি হবে পঞ্চম রাউন্ডে। দ্বিতীয় লেগেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানায় বাফুফে।
গেল মৌসুম থেকে ইউরোপীয় ফুটবলের আদলে সপ্তাহান্তে লিগ আর মাঝ সপ্তাহে কাপের ম্যাচ হয়ে আসছে। এবারও একই ভাবে চলবে লিগ ও কাপ।