১০ জনের দল নিয়ে আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল 

১০ জনের দল নিয়ে আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল 

লা লিগায় রিয়াল মাদ্রিদের বছরের শেষ ম্যাচ ডে। এর আগে ম্যাচের জয়ে ফের শীর্ষে উঠেছিল রিয়াল। তবে তাদের টপকে সেই জায়গা আবার দখল করে জিরোনা। গতকাল ভিন্ন দুই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল-জিরোনা। 

বছর শেষে শীর্ষস্থান ধরে রাখার দৌড়ে এগিয়ে ছিল জিরোনা। অন্যদিকে রিয়ালের সমীকরণটা ছিল অনেকটা এমন, জিততে হবে ম্যাচ এবং অন্যদিকে জিরোনা দেখতে হবে হার বা ড্রয়ের মুখ। যার দুটিই গেল রিয়ালের পক্ষে। যদিও ম্যাচ জুড়ে নিষ্প্রভ থাকা দলটি গোল পেয়েছে যোগ করা সময়ে। লুকাস ভাসকেসের সেই একমাত্র গোলে আলাভেসকে হারিয়েছে রিয়াল। 

অন্যদিকে বেতিসের সঙ্গে ১-১ ড্র করে জিরোনা। এতে সমান ১৮ ম্যাচে সমান ৪৫ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে পৌঁছায় কার্লো আনচেলত্তির দল।

বৃহস্পতিবার আলাভেসের মাঠে শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলতে থাকে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ছন্দে ঘটে আরও পতন। ১০ জনে পরিণত হয় দল। ৫৪তম মিনিটে লাল কার্ড দেখেন নাচো ফের্নান্দেস। শেষ দিকে ড্রতেই ফাইনাল স্কোরলাইন দেখছিল সবাই। তবে যোগ করা সময়ে গোল পায় রিয়াল। ৯০+২ মিনিটে টনি ক্রুসের কর্ণার কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ভাসকেস। 

 

সম্পর্কিত খবর