শীর্ষে থেকেই বছর শেষ করছে মেসিরা
ফুটবলের ২০২২ সাল। সে তো আর্জেন্টিনার নামেই লেখা। গত বছরের এই ডিসেম্বরেই ৩৬ বছরের শিরোপা খরা কাটে আলবিসেলেস্তেদের। সঙ্গে লিওনেল মেসির হাতে বিশ্বকাপে, প্রথমবারের মতো। মরুর বুকে এসব ঘটেছিল বছরের শেষে এসে। তবুও ফুটবলের ২০২২ সাল আর্জেন্টিনার নামে লিখে দিলে খুব একটা দোষের কিছু বোধহয় হবে না।
২০১৪-২০১৫-২০১৬। বিশ্বকাপ ফাইনালের হারের পর কোপা আমেরিকার ফাইনালে টানা দুটি হার। হতাশার হ্যাটট্রিক বছর ছাপিয়ে মেসিরা ২০২৩ সাল শেষ করছে সফলতার হ্যাটট্রিকে। যার শুরুটা ২০২১-এ, কোপা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে। এরপর ২০২২ সালে ফিনালিসিমা এবং অধরা সেই বিশ্বকাপ। ফুটবলের সর্বশেষ তিন বছরে যেন রাজাদের বেশেই আছে লিওনেল স্কালোনির দল।
২০২৩ সাল শেষের দিকে। এই বছরটিও নিজেদের দখলে রাখল মেসি-দি মারিয়ারা। বছরের শেষ হালনাগাদের ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। অর্থাৎ, শীর্ষে থেকেই ২০২৩ সাল শেষ এবং ২০২৪ এর শুরু।
২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতলেও ফিফা র্যাঙ্কিংয়ের দুইয়ে ছিল আর্জেন্টিনা, শীর্ষে ছিল ব্রাজিল। তবে ২০২৩ সালের শুরুর হালনাগাদে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা, যেটি ফিফা প্রকাশিত করেছিল এপ্রিলে। এর পর থেকে বাকি ছয় হালনাগাদেও শীর্ষস্থান ধরে রেখেছে মেসিরা।
আর্জেন্টিনার পরেই আছে বর্তমান রানার্স-আপ ফ্রান্স এবং তিনে ইংল্যান্ড। আগের হালনাগাদের মতোই চতুর্থ স্থানে আছে স্পেন এবং ব্রাজিল আছে পাঁচে।
এদিকে, ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৩তম অবস্থানে আছে বাংলাদেশ। বছর শুরুতে যা ছিল ১৯২-এ। অর্থাৎ, চলতি বছরেই নয় ধাপ এগিয়েছে জামাল-মোরসালিনরা।