গালাতাসারাইয়ের বিপক্ষে হেরে বরখাস্তের ঝুঁকিতে টেন হাগ

চ্যাম্পিয়ন্স লিগ
গালাতাসারাইয়ের বিপক্ষে হেরে বরখাস্তের ঝুঁকিতে টেন হাগ

বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের মাঠে ৪-৩ গোলে হারটা মেনে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। কিন্তু এবার আর মানতে পারেনি। ওল্ড ট্রাফোর্ডে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মতো দলের বিপক্ষেও ৩-২ গোলে হেরে বসেছে রেড ডেভিলরা। তাতেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব পেরনো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সমর্থকরাও তাই ক্ষুব্ধ। কোচ এরিক টেন হাগও পড়ে গেছেন বরখাস্তের ঝুঁকিতে।

এদিন ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। রাশফোর্ডের বাড়ানো বল জালে জড়িয়ে রাসমাস হজলুন্ড সাফল্য এনে দেন ইউনাইটেডকে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টেন হাগের শিষ্যরা। উইলফ্রেড জাহার গোলে সমতায় ফিরে বিরতিতে যায় তুরস্কের ক্লাবটি।

বিরতি থেকে ফিরে ফের ইউনাইটেডকে লিড এনে দেন হজলুন্ড। এবারও কিছুক্ষণের মধ্যেই ম্যাচে ফেরে গালাতাসারাইয়ে। ৭৭ মিনিটে দ্বিতীয় দফায় ক্যাসিমিরো হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। সঙ্গে ডি বক্সের মধ্যে ফাউল করতে পেনাল্টি পায় গালাতাসারাইয়ে। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ইকার্দি। অবশ্য খানিক পর ইকার্দি তার সেই ভুলের দায় চুকিয়েছেন দারুণ গোলে দলকে জিতিয়ে।

টানা দুই ম্যাচ হেরে চাকরি ঝুঁকিতে পড়ে গেছেন টেন হাগ। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে তিনি বলেন, ‘গত মৌসুমটি দুর্দান্ত ছিল। তবে এবার সেটি হচ্ছে না। এই মুহূর্তে, আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটি আসলে আমরা নই। আমরা জানি আমাদের আরও ভাল করতে হবে, এবং একসাথে, আমরা ঘুরে দাঁড়াব।’

সম্পর্কিত খবর