আবাহনীর হতাশার দিনে জয়ে শুরু মোহামেডানের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী দিনে হতাশ করেছে দুই আবাহনী। ময়মনসিংহে পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। জয় পায়নি ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীও। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। তবে জয় দিয়েই আসর শুরু করেছে দেশের আরেক খ্যাতনামা ক্লাব মোহামেডান। নিজেদের প্রথম ম্যাচে ফোর্টিস এফসির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি।
রাজশাহী জেলা স্টেডিয়ামে মোহামেডানের জয় এসেছে ম্যাচের একেবারে অন্তিম লঙ্গে। এদিন ম্যাচের ১৩ মিনিটের সময় শাহারিয়ার ইমনের গোলে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। যদিও সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ায় আগেই তাদের সেই গোল শোধ দিয়ে ম্যাচে সমতা টানে ফোর্টিস। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ওমর স্যার।
দ্বিতীয়ার্ধে মোহামেডান গোল করতে মরিয়া হয়ে চেষ্টা চালালেও তা রুখে দিচ্ছিল ফোর্টিসের রক্ষণ। একটা সময় তো মনে হচ্ছিল দিনের অপর দুই দলের মতো না মোহামেডানও হতাশ করে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। ম্যাচের ৯০ মিনিটে এমানুয়েল টনি আগবাজির গোলে জয় নিশ্চিত হয় মোহামেডানের।
দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ঢাকা আবাহনী। ফার্নান্দেজের করা ২১ মিনিটের গোলে স্বস্তি নিয়েই প্রথমার্ধের বিরতিতে গিয়েছিল দলটি। তবে দ্বিতীয়ার্ধে তাদের হতাশ করে রহমতগঞ্জ। ম্যাচের ৬৭ মিনিটে আর্নেস্ট বোয়াটেংয়ের করা গোল বাধা হয়ে দাঁড়ায় তাদের জয়ের পথে। এরপর বাকি সময় চেষ্টা চালিয়েও আর রহমতগঞ্জের জালে বল জড়াতে পারেনি আবাহনী। তাদের চেয়েও হতাশ করেছে চট্টগ্রাম আবাহনী। পুলিশের বিপক্ষে ২ গোল হজম করেছে দলটি।