মিয়ামির বার্সা পুনর্মিলনীতে নতুন সদস্য সুয়ারেজ
গুঞ্জনটা গত মৌসুমেও ছিল। ইন্টার মিয়ামিতে বার্সার সাবেক ফুটবলারদের মিলনমেলায় যোগ দিচ্ছেন লুইস সুয়ারেজ। মাঠে নামবেন মেসি-সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আবারও আক্রমণ ভাগে দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটিকে।
যদিও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি ব্রাজিলের ক্লাব গ্রেমিওর সঙ্গে সুয়ারেজের চুক্তির কারণে। তবে পুরনো সতীর্থদের সাথে যোগ দিতে যেন তড় সয়ছিল না তারও। তাই এক বছরের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলেছেন সুয়ারেজ। যোগ দিয়েছেন মিয়ামির বার্সা পুর্নমিলনীতে। আসছে মৌসুমের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা এমএলএসে মেসির সঙ্গে দেখা যাবে এই উরুগুয়ান সুপারস্টারকে।
সুয়ারেজের মিয়ামিতে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন দলবদলের আলোচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ইতালির এই সাংবাদিক জানিয়েছেন, ‘এক বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে স্বাক্ষর করবেন সুয়ারেজ, যা পরবর্তীতে চাইলে আরও ১ বছর বাড়ানো যাবে।’
সুয়ারেজ-মেসির সঙ্গে মিয়ামিতে যোগ দিলে দলটি যে আরও শক্তিশালী হবে সেটা নিঃসন্দেহেই বলা যায়। কেননা, মেসির অধীনেই সবশেষ মৌসুমে লিগ কাপ শিরোপা জিতেছে ক্লাবটি। সেই সঙ্গে খেলেছে ইউএস ওপেন কাপের ফাইনাল। তবে সুয়ারেজ দলে আসার পর নিশ্চিতভাবেই দলটির সমর্থকরা প্রত্যাশা করবে এমএলএসের প্রথম শিরোপা। আর সেটি করতে যে নিজেদের সেরাটা নিঙরে দেবে বার্সার সাবেক ফুটবলাররা তা বলায় যায়।