১০ জনের জামালকে হারিয়ে শুরু শেখ রাসেলের
বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘বিগ ম্যাচ’। মুখোমুখি শেখ রাসেল-শেখ জামাল। লিগে কিংসের একাধিপত্যের যুগে এখন শিরোপার লড়াইয়ে তাদের নাম আর উচ্চারিত হয় না। তবু লিগের বিচারে বড় দুই দলের ম্যাচ। নিষ্প্রাণ গ্যালারি দেখে অবশ্য তা বুঝার উপায় নেই। গ্যালারিতে প্রাণ না থাকলেও মাঠের খেলায় প্রাণ সঞ্চার করেছিল দুই দলই। ২-১ গোলের জয়ে অবশ্য শেষ হাসি হেসেছে শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের পুরোটা ১০ জন নিয়ে খেলা জামালের মৌসুম শুরু হয়েছে হার দিয়ে।
বসুন্ধরা কিংস অ্যারেনাকে এবার লিগে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করছে শেখ রাসেল। হোম সেই হোম অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। মধ্যমাঠ থেকে কোদাইয়ের থ্রু বল ধরে বক্সের ভেতর নিঃস্বার্থভাবে সে বল সেলেমানির উদ্দেশে বাড়ান সুমন রেজা। ট্যাপ ইন ফিনিশে লিগ মৌসুমে দলের হয়ে প্রথম গোলটি করেন সেলেমানি।
প্রথমার্ধে বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তবে অর্ধের যোগ করা সময়ে মারাত্মক ভুল করে বসেন শেখ জামাল ডিফেন্ডার কিরণ। বল নিয়ে গোলের দিকে এগিয়ে যেতে থাকা শেখ রাসেলের নিপুকে ফাউল করে বসেন তিনি। শেষ ডিফেন্ডার হিসেবে এমন ফাউল করায় রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে দেন।
১০ জনের জামাল দ্বিতীয়ার্ধ শুরুর পর আরও একটি গোল হজম করে বসে। এবার কোদাইয়ের কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান শেখ রাসেল ডিফেন্ডার গানিউ।
তবে এর মিনিট দশেক পর বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান কমান খোলমাতভ। তাতে ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা তৈরি হয় জামালের। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময় এবং যোগ করা সময়ের পুরোটা খেলেও আর শেখ রাসেলের রক্ষণে চিড় ধরাতে পারেনি শেখ জামাল।
তবে জয়ের পরও একটু আক্ষেপ থাকতেই পারে রাসেলের, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে যে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল দলটির মেসিডোনিয়ান কোচকে।