হাফ ছেড়ে বাঁচলেন নেইমার
আল হিলালে নাম লেখানোর পর চার ম্যাচ মাঠে নামলেও কোনটিতেই গোলের দেখা পাননি নেইমার। সবশেষ ম্যাচে তো মিস করেছেন পেনাল্টিও। হতাশা বাড়ছিল ব্রাজিলিয়ান তারকার। সমর্থকরাও প্রশ্ন তুলেছিল তার সমার্থ নিয়ে। অবশেষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে যেন হাফ ছেড়ে বেঁচেছেন নেইমার। ইরানি ক্লাব নাসাজি মেজান্দারানের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে আল হিলালের জার্সিতে গোল খরা কাটিয়েছেন নেইমার।
প্রতিপক্ষের মাঠ হলেও এদিন অবশ্য ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আল হিলাল। ম্যাচের সিংহভাগ বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের ডেরায় একের পর এক আক্রমণ শানিয়েছে আল হিলাল। সাফল্য পেতেও তাই দেরি হয়নি। ম্যাচের ১৮ মিনিটেই ম্যাচে লিড নেয় আল হিলাল। অ্যালেক্সান্ডার মিত্রোভিচের গোলে ম্যাচে এগিয়ে যায় আল হিলাল। এরপর অবশ্য দ্বন্দ্বে জড়িয়ে দু’দলেরই একজন করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দল পরিণত হয় ১০ জনে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলখরা দূর করেন নেইমার। ম্যাচের ৫৮ মিনিটে আল দাওসারির বাড়ানো বল জালে জড়িয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন নেইমার। গোলের উদযাপনেই যা তিনি বুঝিয়েছেন। এরপর অবশ্য ম্যাচের ইনজুরি টাইমে আরও একবার জালের দেখা পেয়েছে আল হিলাল। আল শেহরির গোলে ম্যাচে ৩-০ গোলের জয় পায় আল নাসর।
এ জয়ে গ্রুপ ডি থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আল হিলাল। ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে দলটির পয়েন্ট ৪।