পার্করানে ম্যাগিয়ানের বিশ্ব রেকর্ড 

পার্করানে ম্যাগিয়ানের বিশ্ব রেকর্ড 

অ্যাথলেটিক্সের জনপ্রিয় একটি ইভেন্ট, পার্করান। মূলত এই ইভেন্টে পাঁচ কিলোমিটার পথে দৌড়াতে হয়। প্রতি শনিবার পাঁচটি মহাদেশের ২২টি দেশের দুই হাজারের বেশি জায়গায় অনুষ্ঠিত হয় এই পার্করান। গতকালে বেলফাস্টে মেয়েদের বিভাগে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সিয়ারা ম্যাগিয়ান। ভিক্টোরিয়া পার্কে ৫ কিমি দৌড় শেষ করতে ১৫ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়েছেন এই আইরিশ অ্যাথলেট। 

আগে এই রেকর্ডটি ছিল ওয়েলশ অ্যাথলেট মেলিসা কোর্টনি-ব্রায়ান্টের। তার চেয়ে ১৮ সেকেন্ড কম সময়ে রেকর্ডটি নিজের করে নেন ৩১ বছর বয়সী ম্যাগিয়ান। 

চলতি বছরে দারুণ সময় পার করছেন ম্যাগিয়ান। আগস্টে বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১৫০০ মিটারে চতুর্থ হয়েছিলেন তিনি। সেখানে অল্পের জন্য পদক মিস ছাপিয়ে একটি বিশ্ব রেকর্ডে নিজের নাম লেখালেন আয়ারল্যান্ডের এই অ্যাথলেট। এছাড়াও তিনি দুবার আইরিশ ১৫০০ রেকর্ড ভেঙ্গেছেন। 

এই পার্করান চালু হয় ২০০৪ সালে। ইংল্যান্ডের লন্ডনের বুশি পার্কে পল সিন্টন-হিউইটের হাত ধরে আসে এই জনপ্রিয় ইভেন্টটি।

 

সম্পর্কিত খবর