বেলিংহামে মুগ্ধ আনচেলত্তি

বেলিংহামে মুগ্ধ আনচেলত্তি

নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াইটা চালিয়ে গিয়েছিল নাপোলি। তবে গোলরক্ষকের ভুলে শেষটা রাঙানো হলো না তাদের। ম্যাচের ৭৮ মিনিটে নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেতের ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। তাতেই হয় সর্বনাশ। অন্যদিকে রিয়ালের ৩-২ ব্যবধানের জয়ে গোল ও গোলে সহায়তা করে আনচেলত্তির প্রশংসায় ভেসেছেন বেলিংহাম।

বহুবছর পর এদিন নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমে প্রথম সাফল্যটা পেয়েছিল নাপোলিই। ম্যাচের ১৯ মিনিটে ওস্টিগার্ডের গোলে ম্যাচে লিড নেয় নাপোলি। অবশ্য এর ৮ মিনিট পরই জুড বেলিংহামের বাড়ানো বল জালে জড়িয়ে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ৩৪ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে নেন বেলিংহাম। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে অবশ্য মাঠে নেমেই ম্যাচে ফেরে নাপোলি। ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পিওতর জিলিনিস্কি। সমতায় ফিরে এগিয়ে যেতে রিয়ালের চোখে চোখ রেখে লড়ছিল নাপোলি। আক্রমণেও ধরাচ্ছিল কাঁপন। যদিও কাজ হয়নি তাতে। পাল্টা আক্রমণে গিয়ে প্রতিপক্ষের ভুলে ম্যাচের ৭৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল।

জয় পেলেও ম্যাচটি যে সহজ ছিল না তা স্বীকার করে নিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘খুবই কঠিন ম্যাচ ছিল। শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হয়েছে। শেষের গোলটা মেরেতের নামে দেওয়া হয়েছে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে।’

জয়ে অবদান রাখায় বেলিংহামকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বেলিংহামের বয়স মাত্র ২০। ওর যেমন সামর্থ্য আছে, ব্যক্তিত্ব আছে ও চরিত্রও আছে। ২০ বছর বয়সে সে দেখাচ্ছে অসাধারণ প্রতিভা আসলে কী।’

সম্পর্কিত খবর