র্যাটক্লিফ পারবেন তো ডুবতে বসা ইউনাইটেডকে টেনে তুলতে
একের পর এক ব্যর্থ মৌসুম পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৩ সালের পর প্রিমিয়ার লিগ শিরোপাতেও হাত পরেনি দলটির। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা হলেও তা থেমেছে গ্রুপপর্বেই। অন্যদিকে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি গত মৌসুমেও ট্রেবল জয়ের স্বাদ পেয়েছে। যা দেখে স্বাভাবিকভাবেই রেড ডেভিল সমর্থকরা ক্ষুব্ধ ক্লাবটির মালিক পক্ষ গের্জাস পরিবারের ওপর। দাবি উঠে মালিকানায় নতুন কাউকে আনার। তাদের সেই ইচ্ছা এবার সত্যি হয়েছে। ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা বুঝে পেয়েছেন ব্রিটিশ ধনকুবের স্যার জেমস র্যাটক্লিফ।
ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের চারভাগের একভাগ শেয়ার কিনে নিয়েছেন র্যাটক্লিফ। ব্রিটিশ একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবের ২৫ শতাংশ মালিকানা পেতে ১ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে র্যাটক্লিফকে। বাংলাদেশি টাকায় যা ১৫ হাজার কোটি টাকারও বেশি।
নতুন চুক্তিতে ক্লাবটির ফুটবল বিষয়ক সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন র্যাটক্লিফ। আগামী বছরগুলোতে ক্লাবটির উন্নয়নে ২৩৬ মিলিয়ন ইউরো বিনিয়োগ করার কথা রয়েছে র্যাটক্লিফের। অর্থাৎ কিনতে পারবেন ফুটবলার। যা ক্লাবটির শক্তি বৃদ্ধি করতে বড় ভূমিকা রাখবে। তবে ক্লাবটির ব্র্যান্ডিং, মার্চেন্ডাইজসহ অন্যান্য বিষয়ের নিয়ন্ত্রণ থাকবে গ্লেজার্স পরিবারের কাছেই।
এর আগে টানা ব্যর্থতার দায়ে সমালোচনার মুখে ক্লাবের শেয়ার বিক্রির ঘোষণা দেয় গ্লেজার্স পরিবার। তখন বেশকিছু প্রতিষ্ঠান ক্লাবটির শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখালেও সবার উপরে ছিল র্যাটক্লিফের প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড। অবশেষে তাদের হাতেই গেছে মালিকানা। যাতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্লাবটির সমর্থকরা। তাদের মতে র্যাটক্লিফের হাত ধরে ফের জৌলুস ফিরে পাবে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
আর সেটি করতে বড় ভূমিকা রাখতে হবে র্যাটক্লিফকেও। টানা ব্যর্থতায় ডুবতে বসা ইউনাইটেডে রীতিমতো জাগরণ ঘটাতে হবে। দলে টানতে হবে সম্ভাবনাময় ফুটবলারদের। যাদের হাত ধরে শিরোপা আসবে ক্লাবটিতে। একই সঙ্গে বাড়বে ক্লাবের আয়। আর সেটি করতে নিশ্চয় আসছে দলবদলে বেশ চমক দেবেন তিনি।