শান্তর ‘সুভাগ্য রেখা'

শান্তর ‘সুভাগ্য রেখা'

ক্রিকেট মাঠে ততোদিনে দুর্নামের শেষ নেই তার। কেউ আবার তাচ্ছিল্য করে নামের আগে ‘লর্ড’ বিশেষণটাও জুড়ে দিতেন। ব্যাট হাতে যেভাবে বাজে সময়ে ছিলেন, এমনটাই যেন ছিল তার নিয়তি। এরমধ্যে বিয়ে করেও এক প্রস্থ সমালোচনার মুখে পড়েন নাজমুল হাসান শান্ত। কিন্তু তারপরই সব পাল্টে গেল! বিয়ে ভাগ্য বলে যে একটা কথা আছে-তা ঠিকঠাক মিলে গেলো তার বেলায়!

বিয়ের পর থেকেই মাঠের ক্রিকেটেও দারুণ সময় কাটাচ্ছেন শান্ত। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দলকে নেতৃত্ব দিতেও দেখা গেল। এখন আর তাকে নিয়ে ট্রল করার মানুষ নেই। ব্যাট যে যে সফল তার সমালোচনা করবে কে? বরং প্রশংসা পাচ্ছেন তার স্ত্রীও।

নাজমুল হোসেন শান্তর স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে পড়াশোনা করা সাবরিনার সঙ্গে অবশ্য জানাশোনা ছিল আগেই। চার বছরের প্রেম। যদিও দুই পরিবারকে এক করতে সয়ে লেগেছে। শেষ অব্দি পারিবারিক সম্মতিতে বিয়ের পিড়িতে বসেন দু'জন।

সেই সুখবর ফেসবুকে দিয়ে তখন নাজমুল হোসেন শান্ত লিখেছিলেন, ‘আমার পাশে অন্য কেউ থাকতে পারে কখনো কল্পনাও করিনি। তুমিই আমার ভালোবাসা, আমার জীবনকে ভালো করেছ তুমি। তোমাকে ভালোবাসি প্রিয়তমা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

করোনার দুঃসময়ে বিয়ে করে বছর দুয়েক পেরিয়ে গেছেন। এখন তো সুখের সংসার তাদের। ঘরে এসেছে নতুন অতিথিও। পুত্রের মুখ দেখেই বিশ্বকাপ মিশনে গেলেন শান্ত।

সম্পর্কিত খবর