নুনেসের গোলে ফেরার দিনে শীর্ষে লিভারপুল 

নুনেসের গোলে ফেরার দিনে শীর্ষে লিভারপুল 

 

অবশেষে গোলের দেখা পেল দারউইন নুনেস। সব প্রতিযোগিতা মিলিয়ে অল রেডদের হয়ে ১২ ম্যাচ আগে গোলের দেখা পেয়েছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। সেই গোল খরা কাটল প্রিমিয়ার লিগের ম্যাচে। বার্নলির বিপক্ষে নুনেসের গোলে এগিয়ে যাওয়া ম্যাচের শেষ দিকে গোল করেন দিয়োগো জটা। এতেই ২-০ ব্যবধানের জয় তুলে পয়েন্ট তালিকার আপাতত শীর্ষে ইয়ুর্গেন ক্লপের দল।

গতকাল (মঙ্গলবার) বার্নলির মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। কোডি গাকপোর বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন নুনেস। এরপর আক্রমণের মাত্রা আরও বাড়ায় লিভারপুল। তবে একের পর এক শট ঠেকিয়ে দেন স্বাগতিক দলের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।

প্রথমার্ধে আর কোনো গোলের দেখা না পেলেও ৫৫তম মিনিটে বল জালে জড়ান হার্ভি এলিয়ট। তবে মোহাম্মদ সালাহ অফসাইডে থাকায় ভিএআরে গোল বাতিল হয়।  

ম্যাচের শেষ মিনিট এসে দ্বিতীয় গোলের দেখা পায় লিভারপুল। ব্যাক হিলে লুইস দিয়াসের বাড়িয়ে দেওয়া বলটি লক্ষ্যে পৌঁছান জটা। 

এ জয়ে শীর্ষে উঠে আসা লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ১৯ ম্যাচে ৪২। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪০। 

সম্পর্কিত খবর