ফোডেন-আলভারেসের গোলে সিটির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা বেশ দাপটের সঙ্গে হলেও মাঝে ছন্দ হারিয়ে ফেরে আগে আসরের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। লিগের সবশেষ তিন ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পেয়েছিল পেপ গার্দিওলার দল। এতেই পয়েন্ট তালিকার পাঁচে নেমে যায় সিটিজেনরা। সেখান থেকে শীর্ষের পথে এগোতে জয়ের ফেরার বিকল্প নেই আলভারেস-সিলভাদের হাতে।
ছন্দ হারানোর আরও একটি প্রমাণ দিয়ে গতকাল (বুধবার) এভারটনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে তালিকায় এক ধাপ এগোয় ম্যান সিটি।
এভারটনের মাঠ গুডিসন পার্কে এদিনও আক্রমণের সেরা অস্ত্র আর্লিং হলান্ডকে ছাড়াই মাঠে সিটি। চলতি মাসের শুরু দিকে চোটে পড়ে মাঠে ফেরার সময় আরও দীর্ঘ হলো এই নরয়েজীয় তারকার। তবে তাকে ছাড়াই শুরু থেকে আক্রমণের মাত্রা নিজেদের দিকেই রাখে গত আসরের ট্রেবলজয়ীরা। তবে প্রতিপক্ষের কঠিন রক্ষণভাগ ভেঙে নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে যায় এভারটন। ২৯তম মিনিটে তাদের হয়ে গোলটি করেন জ্যাক হ্যারিসন।
সেখান থেকে সমতায় ফিরতে ২৪ মিনিট সময় নেয় সিটি। ৫৩তম মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে সমতাসূচক গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেন। তার মিনিট দশেক পরেই এগিয়ে যায় সফরকারীরা। পেনাল্টি থেকে এবার গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেস। প্রথম গোলে অবদান রাখার পর ম্যাচের শেষ দিকে এসে একটি গোলও করেন সিলভা।
এই জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এলো ম্যান সিটি। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।