২০২৪ হতে যাচ্ছে মেসির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৫৯ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে! লিওনেল মেসির জীবনটাই দেখুন-যেখানেই যাচ্ছেন ফুটবলকে দূরে সরিয়ে রাখতে পারছেন কোথায়?

স্ত্রী-সন্তান নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনায়। রোজারিওতে একটা উৎসব আমেজ। জন্ম শহরে বসেই কীনা ছুটির আনন্দে থেকেও তার ভাবনায় আসছে বছরের কোপা আমেরিকা! সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের সাফল্যের ক্ষুধাটা মেটেনি। জানিয়ে দিলেন ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আর্জেন্টিনাকেও আরও সাফল্যে এনে দিতে চান।

বড়দিনের ছুটিতে কাটানোর ফাঁকে মেসি বলছিলেন, ‘২০২৪ সাল আমার কাছে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলকে নিয়ে মানুষের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। আমাদের এবার লক্ষ্য থাকবে কোপা খেতাব জয়।’

একইসঙ্গে সতীর্থদেরও মেসি প্রস্তুত হতে বলে দিলেন, ‘‘আমাদের দলের ফুটবলাররা এখন ইউরোপের বিভিন্ন ক্লাবে টানা খেলে চলেছে। কিন্তু তার মধ্যেই নিজেদের দেশের হয়ে লড়াই করার জন্যও তৈরি থাকতে হবে।'

এনিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সঙ্গে পরিকল্পনা শুরু করে দিয়েছেন অধিনায়ক মেসি। সাফ জানালেন-বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আত্মতুষ্ট হওয়ার কোনও সুযোগ নেই!

২০২৪ সালের ২০ জুন কোপা আসর শুরু হবে আমেরিকায়। এখানেই এখন ক্লাব ফুটবল খেলছেন মেসি। তাইতো ভাবনায় তার ক্লাব ইন্টার মিয়ামিও আছে। মেসি বলছিলেন, ‘আমেরিকায় ফুটবল জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টার মায়ামিতে খেলতে এসে সেটা বুঝতে পেরেছি। খুব কম সময়ের মধ্যে এই ক্লাবটিকে আমি ভালবেসে ফেলেছি। নতুন বছরে মায়ামির সমর্থকদের ট্রফি উপহার দিতে চাই।’

কী বুঝলেন, মেসি ম্যাজিক ফুরিয়ে যায়নি। নতুন বছর সেই পুরোনো উদ্যমে ফিরে আসছেন কিং লিও!

খেলার দুনিয়া | ফলো করুন :