বর্ষসেরাদের তৃতীয়ে মেসি, মার্তিনেস দ্বিতীয় সেরা গোলরক্ষক

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৩২ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৩

মেসির অর্জনের খাতা যেন বেড়েই চলেছে। তবে শীর্ষস্থান দখল করতে না পারলেও আছেন সেরাদের তৃতীয়ে। ফুটবলের ইতিহাস ও রেকর্ড ধারণ করে রাখার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস)। তাদের প্রকাশ করা ভোটাভুটির মাধ্যমে ২০২৩ সালের সেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি আছেন তৃতীয় অবস্থানে। তবে বর্ষসেরা ১০ গোলদাতার তালিকায় তাঁর নাম নেই।

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে টপকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্লিং হাল্যান্ড। নরওয়ের এই স্ট্রাইকার এ বছরে ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৫০ গোল করেছেন।

এই ভোটের দৌড়ে হাল্যান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর ৫৩ গোলের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেও ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা পাননি আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও।

তবে মেসির সামনে এখনো হয়তো আইএফএফএইচএসের পুরস্কার জয়ের সুযোগ আছে। কারণ সেরা প্লেমেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার তালিকা এখনো প্রকাশ করেনি এই সংস্থা। এই দুই ক্যাটাগরিতে বাকিদের তুলনায় এগিয়েই থাকবেন মেসি।

এছাড়াও আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজকে টপকে সেরা গোলরক্ষকের পুরষ্কারটি নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। তিনি পেয়েছেন ১৪৫ পয়েন্ট, অ্যাস্টন ভিলার মার্টিনেজের পয়েন্ট ৭৬।

পুরুষদের পাশাপাশি নারী ফুটবলারদেরও এই পুরষ্কারটি দিয়ে থাকে আইএফএফএইচএস। যেখানে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর মেয়েদের উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরও জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার।

খেলার দুনিয়া | ফলো করুন :