অনিশ্চয়তায় ভারতের পাকিস্তান সফর

  • নিউজরুম এডিটর
  • ০৮:২৬ পিএম | ২৯ ডিসেম্বর, ২০২৩

ভারত-পাকিস্তান; দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক বৈরিতা অনেকদিন ধরেই। তবে সেটা রাজনীতিতে সমীবদ্ধ না থেকে মাঝে মধ্যেই চলে আসে ক্রীড়াঙ্গণে। আর তখনই শুরু হয় ঝামেলা। এই যেমন গত সেপ্টেম্বরে ভারতের কারণে এশিয়া কাপের আয়োজনটাকেই শ্রীলঙ্কায় সরিয়ে আনতে হয়েছিল পাকিস্তানকে।

শুরুর দিকে অনড় অবস্থানের কথা জানালেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ফের একই সমস্যায় পড়তে যাচ্ছে দেশটি। আসন্ন ডেভিস কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার কথা রয়েছে ভারতীয় টেনিস দলের।

আগামী ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হওয়ার কথা টেনিসের অন্যতম এই আসর। সেখানে খেলতে যাওয়ার আগেই নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল ভারত। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। তাই ভারতের কাছে আপাতত অপশন দুটি। এক, হয় পাকিস্তান গিয়ে ডেডিস কাপের টুর্নামেন্টে অংশ নাও। দুই, ডেভিস কাপ খেলা থেকে সরে দাঁড়াও।

অবশ্য পাকিস্তান খেলতে যেতে আগ্রহী ভারতীয় টেনিস দল। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে পারমিশনও চেয়ে রেখেছে সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। এখন বিষয়টি ঝুলে আছে ভারত সরকারের ওপর। তবে পাকিস্তান নিয়ে যেই মনোভাব তাদের। তাতে মনে হচ্ছে না ডেভিস কাপ খেলতে শেষ পর্যন্ত পাকিস্তান যাওয়া হবে ভারতের।

খেলার দুনিয়া | ফলো করুন :