ব্রাজিলে যাচ্ছেন না, রিয়ালেই থাকছেন আনচেলত্তি

ব্রাজিলে যাচ্ছেন না, রিয়ালেই থাকছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল অনেক। রিয়াল মাদ্রিদেই থেকে যাবেন নাকি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা কম ছিল না। রিয়ালের সঙ্গে চুক্তি বাড়াবেন নাকি ব্রাজিলের চ্যালেঞ্জ নেবেন, সেটা নিয়ে পরিস্কার করে কখনোই কিছু বলেননি আনচেলত্তি। তবে শুক্রবার (২৯ ডিসেম্বর) আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে পাওয়া গেল নিশ্চয়তা। রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন এই ইতালিয়ান কোচ।


ব্রিটিশ সংবাদমাধ্যম অ্যাথলেটিক জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির নতুন চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রথম মেয়াদে রিয়ালের ডাগআউটে দাঁড়িয়েছেন আনচেলত্তি। দ্বিতীয় মেয়াদে ২০২১ সালে দায়িত্ব নেন। দুই মেয়াদে রিয়ালকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন এই অভিজ্ঞ ম্যানেজার।


ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজ বরাবরই আনচেলত্তির প্রশংসায় মুখর ছিলেন। আনচেলত্তি নিজেও ‘বিশ্বের অন্যতম সেরা একটি জাতীয় দলকে’ কোচিং করানো গর্বের ব্যাপার হবে বলে উল্লেখ করেছিলেন।


ব্রাজিলের কোচ হতে পারলে সেটা রোমাঞ্চকর হবে বলার সঙ্গে অবশ্য আনচেলত্তি এও বলেছিলেন যে, রিয়ালের জন্য তিনি তার বর্তমান চুক্তির মেয়াদের ‘শেষ দিন পর্যন্ত’ অপেক্ষা করবেন।


২০২২ বিশ্বকাপে ব্যর্থতা এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে একের পর এক ম্যাচ হেরে যাওয়া ব্রাজিলের সমর্থকরা তার আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সে আশা ফিকে হয়ে গেল তাদের।

সম্পর্কিত খবর