টি-শার্ট বিবাদে বাতিল ম্যাচ, সৌদি-তুরস্ক সম্পর্কে উত্তাপ
সৌদি আরবের রাজধানী রিয়াদে শুক্রবার (২৯ ডিসেম্বর) গালাতাসারে ও ফেনেরবাচের মধ্যে হওয়ার কথা ছিল তুর্কি সুপার কাপের ফাইনাল। কিন্তু ‘অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যা’র কথা উল্লেখ করে ম্যাচটি আপাতত স্থগিত করেছে ইভেন্ট সংগঠকরা।
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইস্তানবুলের দুই ফাইনালিস্ট দল তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের টি-শার্ট পরিধান করে গা গরমের সময় মাঠে নামতে চেয়েছিল। কিন্তু ব্যাপারটিকে ভালোভাবে নেয়নি সৌদি ইভেন্ট ম্যানেজমেন্ট।
তুরস্কের গণমাধ্যম বলছে, সৌদি কর্মকর্তারা অবশ্য তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। যদিও কারণটি তারা স্পষ্ট করে বলেনি। কারণ ম্যাচটি ধর্মনিরপেক্ষ তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকীর তারিখের সঙ্গে মিলে যায়, তবে এ বিষয়ে সৌদি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তুর্কি ফুটবল ফেডারেশন ও দুই ক্লাবের সম্মিলিত সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলেছে, ‘২০২৩ সালের সুপার কাপটি সংগঠনের কিছু সমস্যার কারণে আমরা স্থগিত করছি। আমাদের ক্লাবগুলির সাথে আমরা একটি যৌথ সিদ্ধান্ত নিয়েই এই পদক্ষেপটি নিয়েছি।‘
কিছু রিপোর্টে এটাও বলা হয়েছে যে, ফাইনাল ম্যাচে তুরস্ককে তাদের জাতীয় সংগীত গাইতে ও পতাকা ওড়াতে দেওয়া হবে না। যদিও তুর্কি ফুটবল ফেডারেশন বলেছে যে তারা এই অবিচার মেনে নিবে না। পুরো ঘটনাটি তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্কে ফাটলও ধরাতে পারে বলে আশঙ্কা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।