কিংসের বড় জয়ের দিনে আঁস্তাকুড়ে আবাহনী
প্রিমিয়ার ফুটবলে কিংসের শুরুটা হয়েছে চ্যাম্পিয়নের মতো, আর ঠিক তার উল্টো মেরুতে ঢাকা আবাহনী। ব্রাদার্সের পর চট্টগ্রাম আবাহনীও পাত্তা পায়নি তাদের, উড়ে গেছে ৪-১ গোলে। ওদিকে রহমতগঞ্জের সঙ্গে ড্র দিয়ে লিগের নতুন মৌসুম শুরুর পর এবার হেরে বসেছে আবাহনী। অপেক্ষাকৃত নবীন দল ফর্টিসের সঙ্গে ১-০ গোলে হেরে গেছে তারা।
রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রথমার্ধের ৩৭ মিনিটে ভালেরি গ্রিশিনের গোলে পিছিয়ে পড়ে আবাহনী। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত আর সে গোল শোধ দিতে পারেনি দেশের ইতিহাসের অন্যতম সফল এই দল। যার ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দুই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের আট নম্বর ধুঁকছে আকাশি-হলুদরা।
আবাহনীর দুঃস্বপ্নের দিনে অবশ্য নিজেদের ছন্দ ধরে রেখেছে চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠে দরিয়েলতনের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল।
ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় কিংস। দরিয়েলতনের দুর্দান্ত হেডারে এগিয়ে যায় তারা। তবে সে লিড ৮ মিনিটের বেশি টেকেনি। কিংস রক্ষণের ভুলে বক্সের ভেতর বল পেয়ে যায় আবাহনী। সেখান থেকে আবু আজিজের গোলে সমতায় ফেরে তারা। তবে ২৯ মিনিটে রবসন রবিনিওর রক্ষণচেরা পাস ধরে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন।
৪০ মিনিটে আবার গোলমুখে হাজির দরিয়েলতন, ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রবিনিও। এই জয়ে দুই ম্যাচের দুটি থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঈসা ফয়সালের করা আত্মঘাতী গোলে পুলিশকে ১-০ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল।