মেসির অষ্টম স্বর্গ ও রোনালদোর শীর্ষে ওঠার বছর 

মেসির অষ্টম স্বর্গ ও রোনালদোর শীর্ষে ওঠার বছর 

৩১ ডিসেম্বর। বছরের শেষ দিন। ক্রীড়াঙ্গনে ঘটনাবহুল ২০২৩ এর বিদায়ের দিন। যদিও বছরটি ছিল ক্রিকেটের, তবুও ফুটবলের মাঠে ঘটেছে চমকপ্রদ সব ঘটনা। নিজেদের বিদায় বেলায় যেন নতুন করে ছন্দে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এদিকে বাংলাদেশের ফুটবলে বছরটি যেন নতুন কিছুর সুঘ্রাণ। সেই আশায় বুঁদ হয়ে বিদায় ২০২৩। সেখানে এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ এ দেশ-বিদেশের ফুটবলের আলোচিত সব।  

মেসির মায়ামি যাত্রা ও অষ্টম ব্যালন 

লিওনেল মেসি। ফুটবল বিশ্বে বর্তমানের সবচেয়ে বড় নাম। ১৯ বছর ইউরোপ মাতিয়ে চলতি বছরেই পাড়ি জমান সকারে, আমেরিকান ফুটবলে। চলতি বছরের জুনে যোগ দেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তাতেই যেন নতুন জগতে প্রবেশ করেছে আমেরিকার ফুটবল। ক্লাবকে জিতিয়েছেন তাদের প্রথম শিরোপা। এবং জনপ্রিয়তা? সেটা তো আর বলার অপেক্ষায় রাখেনা। এদিকে, ২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জেতার পর রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতে মেসি। যেই রেকর্ডের ভাগীদার বর্তমানে কেবলই এই খুদে জাদুকর। 

নিজেকে ফিরিয়ে শীর্ষে রোনালদো

বয়স বিবেচনায় অনেকটা বুড়ো বনেই গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ কাতার বিশ্বকাপের পর তো সবাই তার শেষ ধরেই নিয়েছিলেন। তবে ফিটনেস আর ফুটবলের প্রতি প্রেমে যেন বয়সটাকে নিছক এক সংখ্যায় পরিণত করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফরোয়ার্ড। ২০১৩, ২০১৪ ও ২০১৫। টানা তিন বছর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই তিন আসরে রিয়ালের হয়ে মোট ১৮৭টি গোল করেছিলেন রোনালদো। যার মধ্যে ২০১৩ সালে করেছিলেন ৬৯টি, যা এখন পর্যন্ত এক বছরে তার সর্বোচ্চ গোলসংখ্যা। সেখান থেকে সাত বছর পর আবারও শীর্ষে রোনালদো। আল-নাসরের হয়ে চলতি বছরে ৫৩টি গোল করেছেন তিনি। এবং ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার  শীর্ষস্থানে থেকেই বছর শেষ করছেন এই তারকা। এতে রোনালদো পেছনে ফেলেছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের মতো গোল মেশিনদের।

রুবিয়ালেসের চুমুকাণ্ড 

পুরো বছরের আলোচিত ঘটনার বড় অংশ ঘিরেই যেন এই চুমুকাণ্ড। এক চুমুতেই যেন বিশ্বজয়, তবে তা সমালোচনায়। ঘটনাটি আগস্টের। ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেন স্পেনের মেয়েরা। সেই উচ্ছাসে যেন একটু বেশিই মেতেছিলেন তৎকালের স্প্যানিশ ফুটবলের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। এতে পুরস্কার বিতরণীর সময় চুমু খেয়ে বসেন হেনি হেরমোসোকে। সেই এক চুমুতেই আজ তিনি সাবেক বনে। 

ম্যান সিটির ট্রেবল 

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ চলতি বছরেই পায় ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগ শিরোপা ছাড়াও এফ এ কাপ এবং পিমিয়ার লিগ মিলিয়ে এই ট্রেবলের চল। এমন তকমা গায়ে লাগিয়ে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সিটিজেনরা।

দেশের ফুটবলে জামাল-তহুরাদের উন্নতি

বাংলাদেশের ফুটবল পার করলো অন্যতম সেরা এক বছর। প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে বাংলাদেশ। এমনকি ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতেও ওঠে হাভিয়ের কাবরেরার দল। ফিফা র‍্যাঙ্কিংয়েও এগিয়েছে জামাল-মিতুলরা। ১৮৯ থেকে বছর শেষে ছয় ধাপ এগিয়ে ১৮৩ তে বাংলাদেশ। এদিকে, পিছিয়ে নেই মেয়েরাও। বছরের শুরুর অর্ধে কিছুটা টালমাটাল অবস্থা থাকলেও শেষে এসে ফেরালেন নিজেদের। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আট গোল নিজেদের যেন ভিন্ন এক অবতারে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন সাবিনা-তহুরারা।   

দুর্নীতির দায়ে নিষিদ্ধ বাফুফে কর্মকর্তা

ফুটবলের সুবাতাসের বছরে নিষিদ্ধ হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সংস্থার ফান্ডের হিসাবে গরমিলের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার নৈতিকতা আইন, ২০২০-এর ধারা ১৩ (সাধারণ দায়িত্ব), ১৫ (বিশ্বস্ততার দায়িত্ব) ও  ২৪ (জালিয়াতি ও মিথ্যা প্রকাশ) লঙ্ঘনে আসে এমন সিদ্ধান্ত। এছাড়াও জরিমানা হয়েছে ১০ হাজার সুইস ফ্র্যাঁ (প্রায় ১২ লাখ টাকা)।

সম্পর্কিত খবর