৪৬৫৮ ওয়ানডে ম্যাচে যা প্রথম

৪৬৫৮ ওয়ানডে ম্যাচে যা প্রথম

একদিনের ক্রিকেটের ৪৬৫৮তম ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী এই ম্যাচটি হয়তো মনে রাখতে চাইবে না ইংল্যান্ড। ফিল্ডিংয়ে নেমে তাদের প্রাপ্তি কেবল এক উইকেট। সঙ্গে ম্যাচ জুড়ে বোলারদের ব্যর্থ অভিযান। তবে ব্যাট হাতে এদিন অনন্য এক নজির গড়েছেন জো রুট-জস বাটলাররা। ১ থেকে ১১ নম্বর ব্যাটার, প্রত্যেকেই করেছেন দু’অঙ্কের রান। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো এমন কীর্তি দেখল সবাই।

সবার আগে এমন রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নম্বরে নামা কোর্টনি ওয়ালশ ছাড়া সবাই পৌঁছেছিলেন দুই অঙ্কের রানে।

চলতি বছরের শুরুর থেকে অস্ট্রেলিয়াও এই রেকর্ডটি প্রায় গড়েই ফেলেছিল। দলের বাকি সবাই দুই অঙ্কে পৌঁছালেও কেবল স্টিভ স্মিথ ফিরেছিলেন শূন্য রানে।

বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

জনি বেয়ারস্টো থেকে শুরু করে মার্ক উড সবাই পৌঁছেছেন দুই অঙ্কের রানে। তবে স্কোরবোর্ড বাড়েনি সেই হারে। ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। মাঝে কিছুটা চাপ সামলে নেন জো রুট (৭৭) ও অধিনায়ক জস বাটলার (৪৩)। তাদের ফেরার পর টেলেন্ডারদের যোগ করা গুরুত্বপূর্ণ কিছু রানের জবাবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে বাটলারের দল।

তবে চ্যালেঞ্জিং এই লক্ষ্য অনায়াসেই টপকে যায় কিউইরা। রাচিন রবীন্দ্র (১২৩) ও ডেভন কনওয়ের (১৫২) ব্যাটিং ঝড়ে ৮২ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। যেন তুলে নিল ২০১৯ বিশ্বকাপ ফাইনালে হারার মধুর প্রতিশোধ।

সম্পর্কিত খবর