১৫ ম্যাচেই ওয়েইন রুনির চাকরি নট

১৫ ম্যাচেই ওয়েইন রুনির চাকরি নট

ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার ওয়েইন রুনি। জাতীয় দল এবং ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন পুরো ক্যারিয়ার জুড়েই। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পার করেছেন ক্যারিয়ারের সোনালী সময়টুকু।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তিনি আবারও এসেছিলেন ফুটবল দুনিয়ায়, তবে এবার খেলোয়াড় নয় বরং কোচ হয়ে। খেলোয়াড় হিসেবে লম্বা সময় রাজত্ব করলেও কোচ হিসেবে বেশিদিন টিকতে পারলেন না কিংবদন্তী এই ইংলিশ ফুটবলার।

গত বছরের ১১ অক্টোবর বার্মিংহামের কোচ হিসেবে নিযুক্ত হন রুনি। কিন্তু মাত্র ১৫ ম্যাচ ও ৮৩ দিনেই কোচ ওয়েইন রুনিকে ছাঁটাই করল চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটি। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্লাবটি।

তারা বলেছে, ‘বার্মিংহাম সিটি আজ কোচ ওয়েইন রুনি ও কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রত্যাশা অনুযায়ী ফল আসছিল না। যে কারণে বোর্ড ক্লাবের ভালোর জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

ক্লাবের খারাপ পারফরম্যান্সের কারণে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রুনির ছাঁটাই হওয়ার গুঞ্জন। আজ সেটি সত্যি হলো। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি টম ওয়েঙ্গার, টম বার্ডি এবং গ্যারি কুককে (ক্লাবের শীর্ষ কর্মকর্তা) বার্মিংহামের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ক্লাবে স্বল্প সময়ে দায়িত্ব পালনকালে তাঁরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।'

রুনির অধীনে ১৫ ম্যাচের ৯টিতেই হেরেছে বার্মিংহাম। যার ফলস্বরূপ এখন বিদায় নিতে হচ্ছে এই ম্যানচেস্টার ইউনাইটেড এই কিংবদন্তিকে। এর আগে ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টি এবং এমএলএসের ডিসি ইউনাইটেডের দায়িত্ব পালন করেছিলেন রুনি।

সম্পর্কিত খবর