ব্রাজিলে না যাওয়ার কারণ জানালেন আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি হতে চলেছেন ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ, এই গুঞ্জন চলে আসছিল বিশ্বকাপের পর থেকেই। এক পর্যায়ে সমর্থকরা বিশ্বাসও করে ফেলেছিলেন যে নিশ্চিতভাবেই ব্রাজিলে পাড়ি জমাচ্ছেন এই মাস্টারমাইন্ড।
কিন্তু ব্রাজিল ভক্তদের আশাভঙ্গ করে আনচেলত্তি থেকে গেলেন স্পেনেই। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। এই খবরটা বেশ কষ্টের সঙ্গেই হজম করতে হয়েছে বিশ্বের ব্রাজিল সমর্থকদের।
কারণ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের সময়টা ভালো কাটছে না। দুইজনকে কোচের দায়িত্ব দেওয়া হলেও তারা কেউই ব্রাজিল দলকে আগের সেই দাপুটে ব্রাজিল দলে পরিণত করতে পারেননি। তাই আনচেলত্তি এসে ব্রাজিল দলকে আবারও আগের মতো বিধ্বংসী রূপ দিবেন এই আশায় ছিলেন ব্রাজিল সমর্থকরা।
তবে এবার নিজেই না আসার কারণ জানালেন আনচেলত্তি। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতাম।’
ব্রাজিল পছন্দের দল হলেও রিয়াল মাদ্রিদকেই প্রথম পছন্দ বলেছেন তিনি। রিয়ালের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল আনচেলত্তির। সে চুক্তি আরও ২ বছর বাড়িয়ে নিয়েছেন। তাই এবার নতুন কোচ খোঁজার দিকে মন দিচ্ছে ব্রাজিল।