বিজ্ঞাপন করতে গিয়ে প্রেম

বিজ্ঞাপন করতে গিয়ে প্রেম

ক্রিকেটার ও অভিনেত্রী। অন্য দেশে এমন জুটির খুব একটা দেখা না মিললেও ভারতে রয়েছে একাধিক। এর মধ্যেই স্বাভাবিক ভাবেই সবচেয়ে পরিচিত, আলোচিত এবং সবচেয়ে বেশি প্রকাশ্য বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রেম-বিবাহিত জীবন মিলিয়ে পার করেছেন দশ বছরেরও বেশি সময়।

প্রথম দেখা,
২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়েছিল তাদের। সেই থেকে শুরু। অন্যদের মতো, নিজেদের সম্পর্ক গোপন রাখেননি তারা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে সোজা আনুশকার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিরাট।

কখন এলেন সবার সামনে,
এই জুটিকে প্রথমবার দেখা যায় পুনেতে। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল খেলায় বিরাটের দল গোয়া এফসির জন্য একসাথে উল্লাস করতে। এরপর ভারতের বা আইপিএল ম্যাচ চলাকালীন প্রায়ই বিরাটের জন্য স্টেডিয়ামে উল্লাস করতে দেখা গেছে আনুশককে।

আলোচনা থেকে সমালোচনা,
২০১৫/১৬ সালে ভারতীয় ক্রিকেটে চলছিল কিছুটা টালমাটাল অবস্থা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে ভারত। তার পরের বছরেই নিজেদের মাটিতে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায় সেমিতেই। সেখানে বিরাটের খারাপ পারফর্মের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছিল আনুশকাকে। যদিও এ নিয়ে মাথা ঘামায়নি তারা। তবে কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় ‘শেম’ লিখে একটি পোস্ট করেছিলেন বিরাট।
সেখানেই শেষ নয়। ২০১৬ সালে হঠাৎ শোনা যায় তাদের সম্পর্কে ধরেছে ফাটল। তবে সেই সকল কিছু উড়িয়ে কিছুদিন বাদে তাদের আবারও দেখা যায় প্রকাশ্যে। আরেক ক্রিকেটার-অভিনেত্রী জুটি জাহির খান ও সাগরিকার রিসেপশনে দু’জনকে দেখা যায় একসঙ্গে।

অফিশিয়ালি বিরুশকা,
সম্পর্কে চার বছর পেরিয়ে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন দুই ঘরানার এই দুই তারকা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

ভামিকা,
দুজনের নামের যেন অন্যরকম এক আলিঙ্গন। ২০২১ সালের ১১ জানুয়ারি তাদের ঘর আলো করে আসে প্রথম কন্যা সন্তান, ভামিকা কোহলি। ২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন দুজন থেকে তিনজনে হতে চলেছেন তারা।

নতুন মেহমান,
ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্র বলছে আবারও মা হতে চলেছেন আনুশকা। ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিরাট-আনুশকাকে দেখা গেছে মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে। সেই সময়ে বিরাট নিজে ছবি না ছাপার অনুরোধ করেন এবং জানান, খুব তাড়াতাড়িই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

সম্পর্কিত খবর