রুডিগারের একমাত্র গোলে রিয়ালের জয়

রুডিগারের একমাত্র গোলে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় ২০২৩ সালের অপরাজিত যাত্রা ২০২৪ তেও বহাল থাকলো রিয়াল মাদ্রিদের। চলমান মৌসুমের অর্ধেক ম্যাচ শেষে কেবল একটিতে হারের দেখা পেয়েছে দলটি। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর অপরাজিত রয়েছে কার্লো আনচেলত্তির দলটি।

জয় দিয়েই নতুন বছরের যাত্রা শুরু করলো রিয়াল। যদিও তা কষ্টসাধ্যই ছিল। মায়োর্কার বিপক্ষে একমাত্র গোলটি এসেছে জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হেড থেকে।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি স্বাগতিকরা। রক্ষণভাগ শক্ত করে খেললেও আক্রমণে বেশ পাল্লা দিয়েছে মায়োর্কাও। একাধিক মিস ও প্রতিপক্ষও গোলরক্ষকের দারুণ সব সেভে গোলশূন্য স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

৬৯তম মিনিটে গোলের দারুণ এক সুযোগ হাতছাড়া হয় রিয়ালের। বক্সের বাঁ দিক থেকে রদ্রিগোর শট দারুণভাবে ফেরান মায়োর্কা গোলরক্ষক। তবে ফিরতি বল যায় ব্রাহিম দিয়াসের কাছে। সেখানে তার করা হেড শেষ পর্যন্ত লাগে পোস্টে।

অপেক্ষার পালা শেষ হয় ৭৮তম মিনিটে। গোলশূন্য ড্র নিয়ে শেষ দেখা ম্যাচে প্রান এলো সেই হেডেই। লুকা মদ্রিচের নেওয়া কর্নার কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান রুডিগার। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো রিয়াল। রাতের আরেক ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-৩ গোলে হারানো জিরোনার পয়েন্টও সমান ৪৮, তবে তারা পিছিয়ে গোল ব্যবধানে।

সম্পর্কিত খবর