অস্ট্রেলিয়ায় ৬ বছরে জকোভিচের প্রথম হার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:১৫ পিএম | ০৪ জানুয়ারি, ২০২৪

২০২৩ সালে রাঙিয়ে ২০২৪ এর শুরুটা খানিকটা ধাক্কা দিয়েই শুরু হলো টেনিস বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জকোভিচের। হার দিয়ে শুরু করা বছরে চোটেরও শিকার রেকর্ড ২৪বার গ্র্যান্ড স্লামজয়ী এই সার্বিয়ান তারকা।

অস্ট্রেলিয়ায় সবশেষ ২০১৮ সালে হেরেছিলেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডে হারের ৬ বছর পর আবারও হারের মুখ অস্ট্রেলিয়ার মাটিতে। এতে থামল সেখানে ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা।

বুধবার ইউনাইটেড ক্যাপের কোয়ার্টার-ফাইনালে হাতের কব্জি ফের ভোগাচ্ছিল জকোভিচ। এতেই হারান ছন্দ। অস্ট্রেলিয়ার অ্যালেক্সের বিপক্ষে সরাসরি সেটে (৬-৪, ৬-৪) হারেন ৩৬ বছর বয়সী তারকা।

জকোভিচের চোটটা মূলত এর আগের দিনের। চেক রিপাবলিকের সঙ্গে সেই ম্যাচে ডান কব্জিতে চোট পান তিনি। তবে সেখানে ২-১ সেটে জিতলেও কোয়ার্টার-ফাইনালে তা ধরে রাখতে পারলেন না।

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। সেখানে রেকর্ড ১০বারের চ্যাম্পিয়নের নজর ছিল ছন্দে ধরে রেখে আরও একটি শিরোপার। তবে সেখানে কিছুটা হলেও বাগড়া দিবে এই চোট।

খেলার দুনিয়া | ফলো করুন :