আরও উন্নতিতে চোখ জামালদের

আরও উন্নতিতে চোখ জামালদের

গেল বছরটা বাংলাদেশ ফুটবলে দিনবদলের হাওয়াই বইয়ে দিয়েছে। দেশের পুরুষ ফুটবল দল বহু বছর পর শিরোনামে এসেছে ইতিবাচক কারণে। এবার অধিনায়ক জামাল ভূঁইয়ার চাওয়া, নতুন বছরে আরও উন্নতি করুক তার দল।

২০২৩ সালে বাংলাদেশ ফুটবল দল হয়তো শিরোপা জেতেনি, কিন্তু মাঠের পারফর্ম্যান্স আবারও ফুটবলে মনোযোগ ঘুরিয়েছে আপামর জনতার। সাফ ফুটবলের সেমিফাইনাল খেলা, এরপর বিশ্বকাপ বাছাইপর্বে মালদ্বীপের সঙ্গে ড্র, তার আগে আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের সাফল্য দলকে আবারও আলোচনায় এনে দিয়েছে জামাল ভূঁইয়াদের।

এমন পারফর্ম্যান্সের ফলে বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিংয়েও এসেছে ইতিবাচক পরিবর্তন। ১৯২তম অবস্থানে থেকে বছর শুরু করা দলটা বছর শেষ করেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৮৩তম অবস্থানে থেকে।

চলতি বছর সে সব পারফর্ম্যান্সকেও পেছনে ফেলতে চান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি গতবছর আমরা ভালো ফুটবল খেলেছি। বেশ ভালো সময়ের সঙ্গে কিছু খারাপ সময়ও ছিল। আমি চাই এই বছর আমরা আরও ভালো খেলবো। আমি আশা করি নিজেদের আরও এক ধাপ উপরে নিতে পারবো এই বছর।’

সম্পর্কিত খবর