বিশ্বকাপে থাকছে না কোনো ‘টাই’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৩০ পিএম | ০৭ অক্টোবর, ২০২৩

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। আলোচনা-সমালোচনা মিলিয়ে স্মরণীয় হয়ে থাকবে সেই ম্যাচটি সেখানে কোনো সন্দেহ নেই। নিউজিল্যান্ডের ২৪১ রানের জবাবে ইংল্যান্ড করেছিল সমান ২৪১ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও দল দুটি করল সমান রান। শেষ পর্যন্ত বাউন্ডারি গণনার নিয়মে জিতেছিল ইংল্যান্ড। তবে ২০২৩ বিশ্বকাপে থাকছে না বিতর্কিত সেই নিয়ম। ২০১৯ সালের অক্টোবরেই সেই নিয়ম তুলে নেওয়ার কথা জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

পরিবর্তিত নিয়ম অনুযায়ীই গড়াবে ২০২৩ বিশ্বকাপের ম্যাচগুলো। নতুন নিয়মে দুই দলের ইনিংস শেষে স্কোর সমান হলে ফল না আসা একের পর এক চলতে থাকবে সুপার ওভার।

সাধারণত টুর্নামেন্টগুলোর নক-আউট পর্বেই থাকে সুপার ওভার। তবে এবার বিশ্বকাপের সব ম্যাচেই থাকছে সুপার ওভার! অর্থাৎ, কেবল বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত না হলে কোনো ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে না দলগুলোকে।

সবশেষ বিশ্বকাপের ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ডের ব্যাটারেরা মেরেছিলেন ১৪টি বাউন্ডারি মেরেছিলেন। জবাবে লক্ষ্য তারা করতে নেমে ইংল্যান্ড ব্যাটাররা বাউন্ডারি মেরেছিলেন ২২টি। দুই ইনিংসের পর সুপার ওভারের স্কোর সমান হলে বেশি বাউন্ডারি মারার নিয়মে শিরোপা জিতে যায় ইংলিশরা।

খেলার দুনিয়া | ফলো করুন :