বরখাস্ত ব্রাজিল কোচ দিনিজ
ব্রাজিল ফুটবল নিয়ে চমকপ্রদ খবর। এ যেন এখন আর নতুন কিছু নয়। গতকালই (শুক্রবার) আদালতের রায়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রধানের পদ ফিরে পেলেন এনদালদো রদ্রিগেজ। তার পরের দিনই ব্রাজিল ফুটবলে নাটকীয়তার নতুন মোড়। ছাঁটাই হলেন অন্তর্বর্তীকালীন কোচ ফের্নান্দো দিনিজ।
শনিবার সিবিএফ সূত্রের বরাত দিয়ে দিনিজের বরখাস্তের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
সেই বিবৃতিতে দিনিজ জানায়, ‘ফের্নান্দো দিনিজকে তার কাজের জন্য, নিবেদন আর আন্তরিকতা এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত করতে চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিফ ধন্যবাদ জানাচ্ছে। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি।’
গতবছরের ৫ জুলাই নেইমারদের ভারপ্রাপ্ত কোচ হয়ে আসেন দিনিজ। সঙ্গে দায়িত্ব পালন করছিলেন রিও ডি জেনিরোর ক্লাব ফ্লুমিনেন্সেরও। ব্রাজিলের হয়ে শুরুটা বেশ আশাজাগানিয়া হলেও তা ধরে রাখতে পারেননি ৪৯ বছর বয়সী দিনিজ। তার অধীনে ৬ ম্যাচ খেলেছে ব্রাজিল। সেখানে জয় কেবল দুইটিতে এবং সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতেই অনেকটা নড়েচড়ে বসেছে দেশটির ফুটবল সংস্থা। এনদালদোর পদ ফিরে পাওয়ার পরের দিনেই এলো এই সিদ্ধান্ত।
২০২২ সালে ব্রাজিল ফুটবলের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হিসেবে পদে এসেছিলেন রদ্রিগেজ। ব্রাজিল ফুটবলকে অন্য ধারায় নিতে বেশ তোড়জোড় চালিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে দলে আনতে। তবে তার পদ হারানোর পর সেই পথে পড়েছে ভাটা। এদিকে ইএসপিএন ব্রাজিলের সূত্রমতে, ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার পথে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন সাও পাওলোর বর্তমান কোচ ডরিভাল জুনিয়র।