জাগালোও পেলের মতোই অমর রইবেন

জাগালোও পেলের মতোই অমর রইবেন

ফুটবলার হিসেবে সর্বাধিক তিন বিশ্বকাপ জিতে বিশ্বব্যাপী বেশ সমাদৃত ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। তবে আরো এক ব্রাজিলিয়ান আছেন, যিনি তিনবার কিংবা চারবার নয়, বিশ্বকাপ জিতেছেন পাঁচবার। মারিও জাগালো, শনিবার ৯২ বছর বয়সে পরলোকগমন করা এই ব্রাজিলিয়ান, প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তবে হ্যাঁ, এর মাঝে দুইবার খেলোয়াড় হিসেবে, একবার কোচ হিসেবে, একবার কোঅর্ডিনেটর হিসেবে। আর সবশেষ বার অ্যাডভাইজার হিসেবে।

১৯৫৮ এবং ১৯৬২ এর শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন এই উইঙ্গার। ১৯৭০ সালে মাত্র ৩৯ বয়সে কোচ হিসেবে ব্রাজিলকে জেতান বিশ্বকাপ। এতো কম বয়সে যেটা পারেননি দুনিয়ার আর কোনো কোচ। সেই সাথে হয়ে যান প্রথম ব্যক্তি যিনি বিশ্বকাপ জিতেছেন কোচ এবং খেলোয়াড় দুই ভূমিকাতেই। পেলের জেতা তিনটা বিশ্বকাপেই সরাসরি জড়িত জাগালো।

১৯৯৪ সালে ব্রাজিল জেতে নিজেদের চতুর্থ বিশ্বকাপ। যেখানে কোঅর্ডিনেটরের ভূমিকায় ছিলেন। অর্থাৎ ডাগ আউটে তার ভূমিকা ছিলো হেডকোচ কার্লোস আলবার্তো পেরেইরার সহকারী হিসেবে।

ব্রাজিল তাদের ইতিহাসের ৫ম বিশ্বকাপ জেতে ২০০২ সালে। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যমের তথ্যমতে সেবার জাগালো ছিলেন দলটার উপদেষ্টা। অর্থাৎ ব্রাজিলের জেতা সবগুলো বিশ্বকাপেই অংশীদার হয়ে আছেন এই ব্রাজিলিয়ান।

পেলে অমরত্ব লাভ করেছেন যেসব কারণে তার মধ্যে অন্যতম তিনবার দলকে বিশ্বকাপ জেতানো। সেক্ষেত্রে দুইবার বিশ্বকাপ জেতা কিংবা পাঁচ বিশ্বকাপ জেতানোয় ভূমিকা রাখা জাগালোও নিশ্চয়ই অমর হয়েই থাকবেন।

সম্পর্কিত খবর