ব্রাজিলের কোচ হতে চলা এই দরিভাল জুনিয়র কে?

ব্রাজিলের কোচ হতে চলা এই দরিভাল জুনিয়র কে?

ফার্নান্দো দিনিজের দায়িত্বটা ছিল অন্তর্বর্তীকালীন কোচের। তবে তাকে একটা বছরও টিকতে দেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। আজ এক বিবৃতির মাধ্যমে সরিয়ে দিয়েছে তাকে। তার জায়গায় পূর্ণকালীন কোচ হিসেবেই আসতে চলেছেন দরিভাল জুনিয়র, গুঞ্জনটা এমনই। তাতেই প্রশ্ন উঠে যাচ্ছে, ব্রাজিলের কোচ হতে চলা এই দরিভাল জুনিয়র কে?

ব্রাজিলের সাবেক ‘অন্তর্বর্তীকালীন’ কোচ দিনিজ ক্লাব পর্যায়ে অবশ্য বেশ সফল। ফ্লুমিনেন্সের হয়ে সবশেষ কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন। তবে সেটা অবশ্য জাতীয় দলে টেনে আনতে পারেননি তিনি। তার অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে ছয় ম্যাচ খেলেছে ব্রাজিল, দুই জয়ের বিপরীতে তার দল হেরেছে তিন ম্যাচে। যার ফল এক বছরের চুক্তি শেষের আগেই ছাটাই।

তার জায়গায় এবার আসছেন ৬১ বছর বয়সী কোচ দরিভাল। যার ঝুলিতে আছে ২২ বছরের কোচিং অভিজ্ঞতা। ১০টি ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি, যার সবকটিই অবশ্য ব্রাজিলিয়ান। এতে আছে সান্তোস, ফ্ল্যামেঙ্গো ও অ্যাথলেটিকো মিনেইরোর মতো ক্লাবও আছে। এবার তার কাছেই যাচ্ছে ব্রাজিলকে পথে ফেরানোর দায়িত্ব। 

সাবেক পালেমাইরাস ফুটবলার ম্যানেজার হিসেবে কখনো লিগ জেতেননি। তবে তিনটি ব্রাজিলিয়ান কাপ আছে তার নামে। বর্তমান সাও পাউলোকে নিয়ে জিতেছিলেন এই শিরোপা। এর আগে ফ্ল্যামেঙ্গো ও সান্তোসকেও জিতিয়েছেন কাপ শিরোপা।

কোচিং ক্যারিয়ারে দরিভালের প্রিয় ফরমেশন হচ্ছে ৪-২-৩-১। প্রথাগত ব্রাজিলিয়ান ঘরানার কোচ নন তিনি, রক্ষণ সামলে তার পর আক্রমণ, এই হচ্ছে তার মূলমন্ত্র। 

তবে তার পরিসংখ্যান অবশ্য তার পক্ষে কথা বলছে না তেমন। কোচিং ক্যারিয়ারে ৫৯৬ ম্যাচের ২৭৯টিতে জিতেছেন তিনি। যার মানে শতকরা ৪৭ ম্যাচে জিতেছে তার দল। ড্র করেছেন ১৪৩ ম্যাচে, আর হার ১৭৪ ম্যাচে। তার কোচিং ক্যারিয়ারের ৫৯৬ ম্যাচের ৪৩৯টিই কেবল এসেছে ব্রাজিলের শীর্ষ পর্যায়ের ফুটবলে।

সম্পর্কিত খবর