চতুর্থ বিভাগের দলের বিপক্ষে রিয়ালের ঘাম ঝরানো জয়

চতুর্থ বিভাগের দলের বিপক্ষে রিয়ালের ঘাম ঝরানো জয়

জানুয়ারির এই সময়টা ইউরোপীয় ফুটবলে কাপ প্রতিযোগিতার সময়। দেশের নিচের দিকের ফুটবল লিগে খেলা দলগুলো সুযোগ পায় শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার। স্প্যানিশ ফুটবলে কোপা দেল রে সেই প্রতিযোগিতা। সেখানে গত রাতে চতুর্থ বিভাগ সেগুন্দা দিভিসিওন বি-এর দল আরান্দিনার মুখোমুখি হয়েছিল রিয়াল। তবে জয়টা সহজে পায়নি রিয়াল মাদ্রিদ, প্রথমার্ধে পায়নি গোলের দেখা, দ্বিতীয়ার্ধের ঝড়ে তুলে নিয়েছে ৩-১ গোলের জয়। 

চতুর্থ বিভাগের দলটার বিপক্ষে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে রিয়াল নেমেছিল রদ্রিগো, ফেদে ভালভার্দে, জুড বেলিংহামদের মতো তারকাকে বেঞ্চে রেখে। অভিষেক হয়েছিল অনেক প্রতীক্ষিত তারকা আর্দা গুলেরের। গোল না পেলেও আলো ছড়িয়েছেন ঠিকই। 

বড় দলের বিপক্ষে ছোট দলের ম্যাচে যেমনটা দেখা যায়, গত রাতের ম্যাচেও হয়েছে ঠিক তাই। চোয়ালবদ্ধ রক্ষণে গোল না খাওয়ার পণ করে নেমেছিল আরান্দিনা। প্রথম ৪৫ মিনিটে তাতে সফলও হয়েছে তারা।

তবে দ্বিতীয়ার্ধে হোসেলুর পেনাল্টিতে বাধ ভাঙে তাদের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রিয়ালকে। ব্রাহিম দিয়াজ গোল করে ব্যবধান বাড়ান এর পরের মিনিটেই। এরপর যোগ করা সময়ে গোল করেন বদলি হিসেবে নামা রদ্রিগোও। শেষ সময়ে নাচোর আত্মঘাতী গোলে ব্যবধান কমায় আরান্দিনা, তবে তা স্রেফ সান্ত্বনার গোল হিসেবেই থেকে গেছে শেষ পর্যন্ত। রিয়াল জেতে ৩-১ গোলে। চলে যায় পরের রাউন্ডে। 

একই রাউন্ডে জয় পেয়েছে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা জিরোনাও। এলচের মাঠে গিয়ে ফিরেছে ২-০ গোলে।

সম্পর্কিত খবর