বার্সা সব শিরোপার জন্যই লড়ছে, মত রিয়াল কোচের
বার্সেলোনা চলতি মৌসুমে বেশ বাজে সময়ই পার করছে। গেল বারের লিগ চ্যাম্পিয়ন দলটা মৌসুমের মাঝপথে আছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল অবশ্য নিশ্চিত করেছে তিন বছর পর। কাপ শিরোপার লড়াইটা শুরু হলো গত রাত থেকে। বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি জানাচ্ছেন, তার চোখে, বার্সেলোনা লড়ছে সব শিরোপার জন্যেই।
গতকাল আরান্দিনার বিপক্ষে ৩-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। এই জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন অ্যানচেলত্তি, সেখানে তার দিকে ধেয়ে যায় বার্সেলোনা বিষয়ক প্রশ্নও।
তার জবাবে ইতালিয়ান এই কোচ বলেন, ‘বার্সা ভালো করছে বলেই আমার মনে হয়। তারা লড়াই করছে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রে সব শিরোপার জন্য। নিজের দল বাদে অন্য কারো বিশ্লেষণ করা আমার পছন্দের বিষয় নয়। তবে তারা সব শিরোপার জন্য লড়াই করছে।’
নিজেদের ম্যাচে কঠিন সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে পায়নি গোলের দেখা। তবে চতুর্থ বিভাগের দল আরান্দিনার বিপক্ষে এমন পারফর্ম্যান্সেও অখুশি নন রিয়াল কোচ। তার কথা, ‘না, কঠিন ম্যাচ ছিল না। আমাদের কাজই এমন। আরান্দিনা নিজেদের খেলাটা খেলতে চেয়েছে। সেটা করতে গিয়ে দ্বিতীয়ার্ধে তারা শারীরিক শক্তি খুইয়েছে।’