৮০০০ মাইল দূরে গিয়ে ১২ গোল হজম

৮০০০ মাইল দূরে গিয়ে ১২ গোল হজম

লিওঁ শহরটার সঙ্গে মার্টিনিক আইল্যান্ডসের দূরত্বটা প্রায় আট হাজার মাইলের। তবু দুটো জায়গাকে একই সুতোয় গেঁথেছে সাম্রাজ্যবাদ। ঔপনিবেশবাদের যুগ বহু আগে গত হলেও ফ্রান্সের অধীনে এখনো রয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই অংশটি। 

দেশের ছাতার তলায় থাকা মানে ফুটবলেও অভিন্ন ফেডারেশনের অধীনে থাকা। সে সুবাদেই ফরাসি কাপে খেলার সুযোগ আসে এ বছর। তবে ৮০০০ মাইল দূরে এসে মার্টিনিকের দল গোল্ডেন লায়ন কেবল দুর্দশাটাই বাড়াল। লিলের কাছে ম্যাচটা হারল ১২-০ গোলে। 

ফরাসি লিগে শুধু ফ্রান্সের মূল ভূখণ্ডের দলগুলোই সুযোগ পায়। কিন্তু ফরাসি কাপে সে গণ্ডিটা ছড়িয়ে দেওয়া হয় পুরো বিশ্বে। সেটাই এবার ফ্রান্সের মূল ভূখণ্ডের টিকিট পাইয়ে দেয় গোল্ডেন লায়নকে।

ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ ৬৪ এর ম্যাচ খেলতে আসে গোল্ডেন লায়ন। মনে নিশ্চয়ই আশা ছিল, যদি একটা অঘটন ঘটিয়ে দেওয়া যায়! 

তাদের সে চাওয়া অবশ্য পূরণ হয়নি। স্বাগতিকরা হেসে খেলেই জিতেছে ম্যাচটা। দুই জন করেছেন হ্যাটট্রিক। স্ট্রাইকার দুজন হলেন কানাডার জনাথন ডেভিড আর ইদন জেগরোভা। সঙ্গে ইউসুফ ইয়াজিচি আর হাকন আরনার হারাল্ডসন করেন জোড়া গোল। বাকি দুই গোল করেন টিয়াগো সান্তোস আর আমিন মেসুসা। 

ম্যাচে লিলের দাপটটা যদি স্কোরলাইন দিয়েও না বোঝা যায়, তাহলে চোখ বোলাতে পারেন লক্ষ্যে করা শটে। সেখানেও একচ্ছত্র্য আধিপত্য লিলের। ৩৭টি শট তাদের। বিপরীতে গোল্ডেন লায়ন নিয়েছে মোটে একটি শট। 

প্রথমার্ধেই তাদের জালে জড়িয়ে গিয়েছিল ৭টি গোল। গোল্ডেন লায়ন দ্বিতীয়ার্ধে ‘উন্নতিই’ করেছে খানিকটা। সেটা অবশ্য দুটো গোল কম হজম করে। সব মিলিয়ে ১২ গোল হজম করেই আবার নিজ শহরের উদ্দেশে বিমানে চেপে বসতে হয় তাদের।

সম্পর্কিত খবর