ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা
বিশ্বকাপ জয়ী দুই তারকা-ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহো আর আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশে আসছেন আরেক বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এমনটাই জানিয়েছেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
গত বছর না পারলেও চলতি বছরের মাঝামাঝি সময়েই বাংলাদেশ এবং কলকাতা সফরে আসবেন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার।
‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব থেকে ছুটি না পাওয়ায় আসা হয়নি। ২৪ এর মে মাসের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবেন তিনি, এটা নিশ্চিত হয়ে বলছি।’
দিনহো এবং মার্তিনেজ বাংলাদেশে খুব একটা সময় দিতে পারেননি। বিশেষ করে আর্জেন্টাইন গোলকিপার। কিন্তু মারিয়ার ক্ষেত্রে হতে পারে আরো বড়সড় আয়োজন। কাজ শুরু হবে এখন থেকেই। যদিও বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এখনো চুক্তি হয়নি। তবে শতদ্রু, মারিয়ার এজেন্টের সাথে আলোচনা করে বাংলাদেশের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে। এবারের অনুষ্ঠান আরও সুন্দর ভাবে করার পরিকল্পনা আছে। সেটা কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে। এখনো চার-পাঁচ মাস বাকি রয়েছে। বাংলাদেশে কারা এই মারিয়ার সঙ্গে যুক্ত হবে কিভাবে সব কিছু ঠিক হবে।’
ডি মারিয়ার পর শতদ্রু দত্তর টার্গেট লিও মেসি। শুধু মেসিই নন। তার রাইভাল রোনালদোর দিকেও আছে চোখ। আপাতত টার্গেট মেসি। কবে নাগাদ হতে পারে সেই সফর?
‘মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করবো ৷ ২৪ সালেই না হয় ২৫ সালে ভারতবর্ষে আনবো তাকে। বিশ্ব কিংবদন্তির অনেকেই এনেছি। মেসি-রোনালদো আনার পর আর কিছু বাকি থাকে না।’
গত বছর তার উদ্যোগেই ভারত এবং বাংলাদেশ সফরে এসেছিলেন দিনহো এবং মার্তিনেজ। যেখানে চুক্তিতে ছিলো দুটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। এবার আয়োজকদের টার্গেটও একটু বড়সড় আয়োজনের।