দরিভালের অধীনে শঙ্কায় নেইমারের ভবিষ্যৎ
ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে নেইমারের দলে ফেরা নিয়ে। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরি কাটিয়ে ফেরার পরও নেইমার দলে জায়গা পান কিনা সেটাই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
এবার আসল ঘটনায় আসা যাক। সাল ২০১০, তখনও জাতীয় দলে আসেননি নেইমার। খেলতেন সান্তোসের হয়ে। দরিভাল তখন সান্তোসের কোচের দায়িত্বে। ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের এক ম্যাচে অ্যাথলেটিকো গুইয়ানিয়েন্সের বিপক্ষে ম্যাচে নেইমারকে পেনাল্টি শুট নিতে দিয়ে অন্য একজনকে দেন কোচ।
আর এতেই অসন্তুষ্ট হয়ে কোচের সাথে বিবাদে জড়ান নেইমার। মাঠেই করেন খারাপ আচরণ। এরপর ড্রেসিংরুমে গিয়েও এই উঠতি তারকার গালাগাল থেকে রেহাই পাননি দরিভাল।
শাস্তি হিসেবে নেইমারকে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ করেন এবং এক মাসের বেতনের তিন ভাগের এক ভাগ জরিমানা করেন। পরে এটা নিয়ে বসে বোর্ড মিটিং। যেটা নিয়ে উল্টো খেসারত দিতে হয়েছে দরিভালকেই। নয় মাসের ব্যবধানে দুইটা বড় শিরোপা জিতিয়েও স্যাক হন দরিভাল।
সেই নেইমার এখন ব্রাজিলের সবচাইতে বড় তারকা। অন্যদিকে দরিভালের হাতে আবারও গুরু দায়িত্ব। একেবারে ম্যানেজারের দায়িত্ব। তাইতো প্রশ্ন চলেই আসে, দরিভালের ব্রাজিল অধ্যায়টা নেইমারের জন্য একটু কঠিন হয়ে গেলো কিনা। নাকি এখানে বোর্ড কর্তাদের বিশেষ সাপোর্ট পাবেন নেইমার। কোচকে শর্ত দিয়েই আনা হয়েছে নাকি পূর্ণ স্বাধীনতাই দেওয়া হবে? উত্তর মেলাতে অপেক্ষা করতে হচ্ছে নেইমার ফিট হওয়া পর্যন্ত।