রেকর্ড, রেকর্ড এবং রেকর্ড

রেকর্ড, রেকর্ড এবং রেকর্ড

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একের পর এক রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিতে হাঁকিয়েছেন এইডেন মার্করাম। তার রেকর্ডের দিনে ৫ উইকেটে স্কোরবোর্ডে ৪২৮ রান জমা করেছে প্রোটিয়ারা। যা বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান। এদিন এক ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রোটিয়াদের তিন ব্যাটার। যা বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরি।

সব মিলিয়ে রেকর্ডের ছড়াছড়ি ছিল দিল্লিতে। ডি কক ও ডুসেনের সেঞ্চুরির পর ৪৯ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্করাম। তার আগে এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের কেভিন ও ব্রাইনের। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ৫৪ বলে মার্করামের ১০৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় ও ১৪টি চারে।

এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে মোট তিনটি সেঞ্চুরি হয়েছে। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। অবশ্য ওয়ানডেতে এর আগেও এক ইনিংসে দুই বার তিন সেঞ্চুরির কীর্তি ছিল প্রোটিয়াদের। সবমিলিয়ে এটি তৃতীয়বারের মতো করে দেখাল দলটি। এক ইনিংসে তিন সেঞ্চুরির কীর্তি আছে একবার ইংল্যান্ডেরও।

তাদের তিন জনের সেঞ্চুরির পর শেষদিকে ডেভিড মিলারের ২১ বলে ৩৯ রানের ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৪২৮ রান। যা ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড সংগ্রহ। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ৪১৭ রান ছিল বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সম্পর্কিত খবর