৮ গোলের থ্রিলার ‘ডার্বি’তে শেষ হাসি রিয়ালের
ডার্বি হলো যেন ডার্বির মতোই। সৌদি আরবের মাটিতে মাদ্রিদের দুই প্রতিবেশি রিয়াল আর অ্যাটলেটিকোর লড়াইয়ে গত রাতে পরিস্থিতিটা ছিল এমন, একবার রিয়াল এগিয়ে যায় তো একবার অ্যাটলেটিকো… এমন এক লড়াই গোল দেখল আটটি। শেষ হাসিটা হাসল গেল বারের কোপা দেল রে জয়ী রিয়াল মাদ্রিদই। ৫-৩ গোলের জয় নিয়ে চলে গেছে সুপারকোপা দে এস্পানার ফাইনালে।
রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে গতকাল রাতটা যেন ছিল ডিফেন্ডারদের। আপনি প্রশ্ন করে বসতে পারেন, আট গোল হয়েছে, তাতে ডিফেন্ডারদের বড়াইটা কোথায়? আছে, আলবত আছে। গোলগুলোর সিংহভাগ যে তাদের পা-মাথা থেকেই এসেছে! স্কোরলাইনে চোখ বোলান। অ্যান্টোনিও রুডিগার, মারিও এরমোসো, দানি কারভাহাল, ফেরলান্দ মেন্দিদের ভীড়ে গ্রিজমান, হসেলু, ব্রাহিম দিয়াজদের বেশ ‘সংখ্যালঘু’ মনে হচ্ছে না?
ম্যাচ শেষে অ্যাটলেটিকোর আফসোসই হওয়ার কথা। গোল উৎসবের শুরুটা যে করেছিল তারাই। ম্যাচের বয়স তখন মোটে ছয় মিনিট, মারিও এরমোসো এগিয়ে দিলেন রোহিব্ল্যাঙ্কোদের। তবে রিয়ালও জবাব দিল ডিফেন্ডারের গোলেই। অ্যান্টোনিও রুডিগারের গোলটা সমতায় ফেরাল দলকে। এর নয় মিনিট পর যে রিয়াল এগিয়ে গেল, সে গোলটাও একজন ডিফেন্ডারেরই। ফেরলান্দ মেন্দির গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নিল দলটা।
ম্যাচের প্রথম গোল অ্যাটলেটিকো করেছিল, এবার ফরোয়ার্ডদের মধ্য থেকে ম্যাচের প্রথম গোলটাও করলেন অ্যাটলেটিকোরই একজন। বক্সের বাইরে থেকে করা দারুণ এক শটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান অ্যান্টোয়ান গ্রিজমান। বনে যান অ্যাটলেটিকোর ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতাও।
৭৮ মিনিটে রিয়ালকে বিদায়ের শঙ্কাতেই ফেলে দিয়েছিলেন রুডিগার। ম্যাচে রিয়ালের প্রথম গোল দাতা আরেকটু হলে বনে গিয়েছিলেন খলনায়ক, এবার যে বল জড়িয়ে বসেছিলেন নিজেদের জালে! তবে শেষ দশ মিনিটে গোল করে বসেন কারভাহাল। তাতে ম্যাচটা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে।
সেখানেও মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সমতাতেই থেকে যাচ্ছে। প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেরও দশ মিনিট চলে গিয়েছিল সমতায় থেকে। সে সমতাটা ১১৬ মিনিটে ভাঙলেন হসেলু। এরপর সমতাসূচক গোলের জন্য অ্যাটলেটিকো খেলছিল সর্বাত্মক আক্রমণের কৌশল নিয়ে। শেষ মুহূর্তে গোলরক্ষক ইয়ান অবলাকও উঠে গিয়েছিলেন প্রতিপক্ষ অর্ধে। সমতা আর ফেরানো হয়নি। উলটো ফাঁকা পোস্টে গোল করে রিয়ালকে ফাইনালে তুলে দেন ব্রাহিম দিয়াজ।
এই জয়ের ফলে মৌসুমের প্রথম শিরোপা জেতার দুয়ারে চলে এল রিয়াল মাদ্রিদ। আগামী রোববার এই আল আউয়াল স্টেডিয়ামেই হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল।