ব্রাজিলের কোচ হলেন সেই দরিভালই

ব্রাজিলের কোচ হলেন সেই দরিভালই

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো অ্যানচেলত্তি, শেষ এক বছরে এ কথাটা আনুষ্ঠানিকভাবে না বলা হলেও ইউরোপ-আমেরিকার সংবাদ মাধ্যমে প্রায় প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল বিষয়টা। কিন্তু শেষ মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করে ব্রাজিলের হৃদয় ভেঙেছেন কার্লো। 

সেলেসাওরা বিপদেই পড়ে গিয়েছিল, বাজারে যে এখন কোনো নামী কোচের উপস্থিতি নেই! শেষমেশ শোনা যাচ্ছিল সাবেক সাও পাওলো কোচ দরিভাল জুনিয়র হবেন ব্রাজিল কোচ। তার সাবেক ক্লাব বিষয়টা জানিয়েই দিয়েছিল। শেষমেশ সে কথাটাই সত্যি হলো। বুধবার তাকেই কোচ হিসেবে ঘোষণা দিয়েছে সেলেসাওরা। 

স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) এক বিবৃতিতে ঘোষণাটি দেয় ব্রাজিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার কথা আছে তাকে। বিবৃতিতে অবশ্য এটা লেখা নেই যে তিনি কত সাল পর্যন্ত থাকবেন ব্রাজিলের দায়িত্বে। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, তার চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই করা হয়েছে। 

৬১ বছর বয়সী দরিভাল স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক ব্রাজিলিয়ান ফার্নান্দো দিনিজের। ২০২৩ সালের জুলাই থেকে গত শুক্রবার পর্যন্ত যিনি ব্রাজিলের ‘অন্তর্বর্তীকালীন কোচ’ ছিলেন। দিনিজের অধীনে সেলেসাওরা টানা তিন ম্যাচ হেরেছে বিশ্বকাপ বাছাইপর্বে, যার ভেতর একটি আবার নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হার।

সে হারের পর থেকেই দিনিজকে নিয়ে সংশয় জেগেছিল। যা সত্যি হয়েছে গেল শুক্রবার। তার জায়গায় এবার এলেন দরিভাল জুনিয়র। তিনি অবশ্য অন্তর্বর্তীকালীন নন, পূর্ণকালীন কোচ হয়েই এসেছেন। 

৬১ বছর বয়সী এই কোচ গেল মৌসুমে সাও পাওলোকে জিতিয়েছেন কোপা দো ব্রাজিলের শিরোপা। ২০২২ সালে একই আসরে ফ্ল্যামেঙ্গোকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, তবে সে বছর তার সেরা অর্জনটা এসেছিল কোপা লিবার্তাদোরেসে, সেখানেও ফ্ল্যামেঙ্গোকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে।

আগামী মার্চে ব্রাজিল ডাগআউটে অভিষেক হচ্ছে তার। ব্রাজিল তখন ইংল্যান্ড আর স্পেনের মাটিতে খেলবে দুটো প্রীতি ম্যাচে। 

 

সম্পর্কিত খবর