ফুলহামকে হারিয়ে ফাইনালের পথে লিভারপুল 

ফুলহামকে হারিয়ে ফাইনালের পথে লিভারপুল 

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে লিভারপুল। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার সবার ওপরে। সেই যাত্রা বজায় থাকলো লিগ কাপেও। সেখানে সেমি-ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইয়ুর্গেন ক্লপের দল। ফুলহ্যামের বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে লিগ কাপের ফাইনালে ওঠার এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। 

অ্যানফিল্ডে বুধবার রাতে শুরুতেই এগিয়ে যায় ফুলহ্যাম। ১৯তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান দারুণ ড্রিবলে দুজনের পাশ কাটিয়ে ডি-বক্সের মধ্যে নেন জোরালো শট। সেটি খুঁজে নেয় জালের ঠিকানা। এরপর প্রথমার্ধের বাকি সময় গোলের দেখা পায়নি কোনো দল। 

এদিকে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়ে হয়ে উঠে অল রেডরা। অবশেষে ৬৮তম মিনিটে এসে ভাঙে ‘ডেডলক’। ডি-বক্সের বাইরে থেকে কার্টিস জোনসের নেওয়া জোরালো এক শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে। এতে সমতায় ফেরে লিভারপুল। 

ম্যাচের বাকি সময় আর স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি ফুলহ্যাম। সমতায় ফেরার মিনিট দুয়েক পরই এবার এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনেজের পাস থেকে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। 

লিগ কাপের সেমি-ফাইনালের পরের লেগে আগামী ২৪ জানুয়ারি ফুলহ্যামের মাঠে নামবে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন লিভারপুল।

সম্পর্কিত খবর